এক নজরে

তথ্যের সুরক্ষার দিকে বিশেষ নজর দেওয়ার পরামর্শ হোয়াটসঅ্যাপকে দিল সুপ্রিম কোর্ট

By admin

February 16, 2021

কলকাতা ব্যুরো : গ্রাহকদের তথ্যের সুরক্ষার দিকে বিশেষ নজর দেওয়ার পরামর্শ জনপ্রিয় চ্যাটিং অ্যাপ হোয়াটসঅ্যাপকে দিল সুপ্রিম কোর্ট। এই অ্যাপের নয়া প্রাইভেসি পলিসি নিয়ে তুঙ্গে উঠেছে বিতর্ক। এর আগে নির্দেশে হোয়াটসঅ্যাপ বলেছিল এই অ্যাপের আপডেট সবাইকে নিতে হবে। মানতে হবে সব শর্ত নইলে বন্ধ হয়ে হয়ে যাবে পরিষেবা। পরে চাপে পড়ে এই শর্ত থেকে পিছিয়ে আসে হোয়াটসঅ্যাপ। কিন্তু এর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল শীর্ষ আদালতে। বলা হয়েছিল, হোয়াটসঅ্যাপ ভারতীয় গ্রাহকদের তথ্য নিতে ছিনিমিনি খেলতে চাইছে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এই দেশে অন্য পলিশি নেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে কেন্দ্রের তরফেও হোয়াটসঅ্যাপকে কড়া বার্তা দেওয়া হয়েছে।