শেয়ার বাজারে বিনিয়োগে জন্যে জানতে যোগাযোগমৈনাক শর্মা8759689108 (call and WhatsApp)
সপ্তাহের দিনের শেষেও বিক্রির প্রবণতা বাজারে। কারণ সেই রাশিয়া ইউক্রেন। তবে বেশি বিক্রির প্রবণতা লক্ষ্য করা যায় আই টি, ব্যাংক অটো ফিনান্সিয়াল সার্ভিস ও এফএমসিজি ও মেটাল স্টকে। বি এসি শেনসেক্স নামে ৭৬৯ পয়েন্ট ৫৪৩৩৪ এর ঘরে যেখানে Nifty ২৫৩ পয়েন্ট কমে দাঁড়ায় ১৬.২৪৫ পয়েন্ট।
NIFTY তার নিকট সাপোর্ট জোনের ১৬১৩০ এর কাছেই রয়েছে। সপ্তাহের শুরুতে অর্থাৎ সোমবার যদি এই জোনের নিচে নেমে আসে তবে সোজাসুজি দেখা যেতে পারে ১৫৮৫০ এর ঘরে। pavot পয়েন্ট অনুযায়ী নিফটির মূল সাপোর্ট জোন স্তরটি ১৬১০১ এ, তারপরে ১৫৯৫৬-এ রাখা হয়েছে। যদি সূচক উপরে চলে যায়, তাহলে লক্ষ্য রাখতে হবে মূল প্রতিরোধের এলাকা হল ১৬৪২৩ এবং ১৬৬০১।
অন্যদিকে 4 মার্চ বেশ অস্থিরতার মধ্যে ছিল ব্যাঙ্কিং স্টক গুলি , নিফটি ব্যাঙ্ককে ৫৩৬ পয়েন্ট বা 1.5 শতাংশ কমে দাঁড়ায় ৩৪৪০৮-এ । গুরুত্বপূর্ণ পিভট স্তর, যা সূচকের জন্য গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন ৩৩৯৬৯,-এ রাখা হয়েছে, তারপরে ৩৩৫২৯। উল্টোদিকে, মূল প্রতিরোধের স্তরগুলি ৩৪৯৭৩ এবং ৩৩৫৩৭ স্তরে আছে।
তবে মার্কেট নীচের দিকে যাওয়ার সম্ভাবনা থাকলে, সোমবার বাজার খুলেই কম টাকায় কিনে সুইং বিনিয়োগের জন্য নজরে রাখতে হবে আইটি স্টক বিরলাসফট (Bsoft), উইপ্র, ম্যাডাম সুমিআমারাজা বা amron ব্যাটারি, ফার্মা সেক্টর স্টক Auro pharma, আরতি ড্রাগ ।
এছাড়াও থাকতে পারে আম্বুজা সিমেন্ট, ডি এল এফ ও Tata elxsi , ASIANPAINT ,Route mobile , মেরিকো মতোন স্টোক গুলি।