এক নজরে

Snowfall: লাচেনে শুরু তুষারপাত

By admin

December 24, 2021

কলকাতা ব্যুরো: আবহাওয়া দপ্তর থেকে আগেই জানানো হয়েছিল, উত্তরবঙ্গ সহ সিকিমের কয়েকটি জেলায় হালকা বৃষ্টি ও সেইসঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে ৷ আর সেই সম্ভাবনাইসত্যি হলো শুক্রবার। এদিন বিকেল গড়িয়ে সন্ধ্যে নামতেই উত্তর সিকিমের লাচেনে শুরু হয়েছে তুষারপাত। ঠান্ডার চাদরে মুড়েছে জনজীবন ৷ প্রবল ঠান্ডায় বিপর্যস্ত লাচেনে থাকা পর্যটকরাও। তবে ঠান্ডা যতই হোক না কেন বড়দিনের আগের রাতে উপরি পাওনা হিসেবে পাওয়া এই তুষারপাত চুটিয়ে উপভোগ করছেন সবাই। শুক্রবার লাচেনের সর্বোচ্চ তাপমাত্রা ৫ এবং সর্বনিম্ন তাপমাত্রা -৬ ডিগ্ৰি সেলসিয়াস। আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার থেকেই টানা কয়েকদিন বৃষ্টিপাত হবে লাচেনে।

দুদিন আগেই তুষারপাতের সাক্ষী হয়েছিল রিশপের মানুষজন। আচমকা তুষারপাতের জেরে মন খুশ পর্যটকদেরও। সঙ্গে সঙ্গে ভাইরাল হয় ভিডিও।

তাপমাত্রার পারদ দ্রুত কমছে। তুষারপাতও শুরু হয়েছে। তবে যেসব পর্যটকেরা বর্তমানে সেখানে রয়েছেন, তারা জানিয়েছেন প্রবল ঠান্ডা আর তুষারপাতের ফলে গোটা এলাকা সাদা হয়ে গিয়েছে। শীতকে জমিয়ে উপভোগ করছেন তাঁরা।