শেয়ার বাজারে বিনিয়োগের জন্য ও ডি ম্যাট একাউন্ট সম্পর্কর জন্যে যোগাযোগমৈনাক শর্মা8759689108 (call and WhatsApp)
এই ওঠা নামা র মধ্যে ৩৯৮ টি কোম্পানির স্টক আজ সর্বচ্চ কেনার প্রবণতার ও তাঁর পর্যাপ্ত পরিমাণ যোগান না থাকায় upper circuit লাগে। অন্য দিকে বেশি বেশি বিক্রি সাথে অত্যাধিক যোগান থাকায় lower circuit লাগে ১৫০ টি কম্পানি র স্টকে। Upper circuit স্টক গুলীর মধ্যে রয়েছে Kothari Products, সেঞ্চুরি এক্সট্রুটওন, Visa Steel, Sintex Industries, ক্যালিফোর্নিয়া সফটওয়্যার A2z Infra, Shah Alloys, হিন্দুস্থান মোটরস, Simplex Infrastructures ও হিলটন লিমিটেড। অর্থাৎ এই গুলীর মধ্যে কোনো স্টক কেনো থাকলে বিক্রি করে মুনাফা নিতে পারেন।
ইন্ডিয়া ভিক্স এর পারদ আজ ২৮.৫। তবে এই মাত্রা ২০ থেকে ২২ এর মধ্যে থাকলে আবার স্থিতিশীলতা ফিরবে দুই সূচকের। বি এস ই midcap ও Smallcap সূচক বাড়ে যথাক্রমে ৪.৫ ও ৫ শতাংশ। অর্থাৎ গত মাসের ২৪ তারিখের পর আজ আবার আল্প ছন্দে ফিরছে বাজার। NIFTY তার intraday high ১৬৭৬৯ কে ছুঁয়ে যায়। কিন্তু দিনের শেষে বিক্রির ফলে নেমে আসে১৬৪৪৩ এর ঘরে। দিনের শেষে Nifty র অবস্থান ১৬৪৯৮।
অপশন ফ্রন্টে, সর্বোচ্চ কল ওপেন ইন্টারেস্ট দেখা গেছে 18,000, 17,000 স্ট্রাইক এবং সর্বোচ্চ পুট ওপেন ইন্টারেস্ট ছিল 16,500 , 16,000 স্ট্রাইক। প্রান্তিক কল 16,800 থেকে 16,700 স্ট্রাইক দেখা গেছে। যেখানে মার্জিনাল পুট 16,500 এবং 16,000 স্ট্রাইক দেখা গেছে। এই বিকল্পের তথ্য নির্দেশ করে যে নিফটি50 আগামী দিনে 16,200 থেকে 16,800 লেভেলের ট্রেডিং রেঞ্জ দেখতে পারে।