এক নজরে

দীর্ঘ চার দিন বন্ধ থাকতে চলেছে শিয়ালদহ উড়ালপুল

By admin

January 12, 2021

কলকাতা ব্যুরোঃ ১৫ জানুয়ারি থেকে বন্ধ থাকতে চলেছে শিয়ালদহ উড়ালপুল। ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য টানা চারদিন বন্ধ থাকছে বিদ্যাপতি সেতু। এমনটাই জানানো হয়েছে কলকাতা পুলিশ ও কলকাতা মেট্রো রেল কর্পোরেশন যৌথ বিবৃতিতে। ১৫ জানুয়ারি বুধবার রাত ১১টা থেকে ১৯ জানুয়ারি মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত শিয়ালদহ উড়ালপুলের উপর বন্ধ থাকবে যান চলাচল। তবে তার জন্য বিকল্প রাস্তার হদিস দেওয়া হয়েছে কলকাতা পুলিশ ও কলকাতা মেট্রো রেল কর্পোরেশন যৌথ বিবৃতিতে। বিদ্যাপতি সেতুর পরিবর্তে বিধান সরণি, লেনিন সরণি, রফি আহমেদ কিদওয়াই রোড দিয়ে চলবে গাড়ি। অন্যদিকে দক্ষিণ থেকে উত্তরগামী গাড়ি বা বাস চলাচলের ক্ষেত্রে বিকল্প রাস্তা হিসেবে এজেসি রোডকে নির্দিষ্ট করা হয়েছে।

পাশাপাশি রাজা বাজার মোড় ও এনআরএস হাসপাতালের সামনে তৈরি করা হয়েছে অস্থায়ী বাস টার্মিনাস। বিগ বাজারের সামনের রাস্তাকেই শিয়ালদহ স্টেশনে ঢোকার রাস্তা হিসাবে নির্ধারিত করা হয়েছে। প্রসঙ্গত, মেরামতির কাজে এর আগেও বন্ধ করা হয়েছে শহরের অন্যতম ব্যস্ত উড়ালপুল বিদ্যাপতি সেতু। তবে এবার মেট্রোর কাজের জন্য প্রায় দীর্ঘ চার দিন বন্ধ থাকতে চলেছে শিয়ালদহ উড়ালপুল।অন্যদিকে জোরকদমে চলছে শিয়ালদহ মেট্রো স্টেশন তৈরির কাজ। টানেল খোঁড়ার কাজের জন্য বন্ধ রাখা হবে বিদ্যাপতি সেতু। তবে শহরের অন্যতম ব্যস্ত সেতু থাকায় স্বাভাবিক ভাবেই যানজটের আশঙ্কা করছেন সাধারণ মানুষ।