এক নজরে

ইরফান খান অভিনীত শেষ ছবি ‘দ্য সং অফ স্কোরপিওন্স’ মুক্তি পেতে চলেছে নতুন বছরে

By admin

December 30, 2020

কলকাতা ব্যুরো: বিশ্বাস করতে আজও কষ্ট হয় ইরফান খান ফিরে আসবেন না। তাঁকে ছাড়া বলিউড অসম্পূর্ণ। প্রথাগত চলচ্চিত্রের ধারার সাথে নিউ ওয়েভ সিনেমা বা নতুন ধারার চলচ্চিত্রের মেলবন্ধনের কাজটি যিনি করেছিলেন তিনি হলেন ইরফান খান। যার অভিনয় শৈলীর রসবোধে আজও মজে আছে দর্শককূল। ফের আরেকবার ইরফান চমক ফিরে আসতে চলেছে বড়পর্দায়। তাঁর অভিনীত শেষ ছবি ‘দ্য সং অফ স্কোরপিওন্স’ মুক্তি পেতে চলেছে নতুন বছরে।

যদিও এখনো সিনেমা মুক্তির দিনটি প্রকাশ্যে আনেননি পরিচালক অনুপ সিং। ২০১৭ সালে লোকানো চলচ্চিত্র উৎসবে মুক্তি পেয়েছিল এই ছবিটি। এবার বাণিজ্যিকভাবে প্রকাশ্যে আসতে চলেছে ছবিটি। এর আগে ইরফান খান অভিনীত মুক্তিপ্রাপ্ত শেষ সিনেমা ‘আংরেজি মিডিয়াম’ মুক্তি পায় ২০২০ সালে। তবে ছবিটি বক্স অফিসে সাফল্যের রেকর্ড গড়ার আগেই শুরু হয় লকডাউন।

তিনি বলিউডি ছবির পাশাপাশি দক্ষিণী ছবি, ব্রিটিশ ভারতীয় ছবি, হলিউড ছবিতে কাজ করেছিলেন। বলিউডে তার অন্যধারার কাজগুলোর ক্ষেত্রে অন্যতম হল পান সিং তোমার, হিন্দি মিডিয়াম, দ্যা লাঞ্চ বক্স, পিকু, ডেড লাইন,বিল্লু, মাদারি, জাজবা, তালোয়ার। বাংলা চলচিত্রে তার আগমন ঘটে ডুব সিনেমার মধ্য দিয়ে ২০১৭ সালে।

হাজার হাজার অনুগামীদের মন ভেঙে ২৯ এপ্রিল পরলোকগমন করেছেন অভিনেতা ইরফান খান। তাঁর অভিনীত চরিত্রগুলি আজও আমাদের হাসায়, কাঁদায়, সমকালীন যে কোন বিষয়ে ভাবিয়ে তুলতে বাধ্য করে। শারীরিকভাবে উপস্থিত না থাকলেও পর্দা থেকে তাঁর অস্তিত্ব মুছে ফেলা যাবে না কোনদিনই। চেনা ছন্দের বাইরে বেরিয়ে বারবারই নিজেকে প্রমাণ করেছেন ইরফান। তাই আজ মৃত্যুর পরেও চলচ্চিত্র জগত তাঁর অভিনীত ছবির মুক্তির অপেক্ষায় প্রহর গুনছে।