কলকাতা ব্যুরো- করোনার জন্য অনলাইনে চলছে পড়াশোনা। তবে তা কখনই ক্লাসরুমের পঠনপাঠনের সমতুল্য নয়। তবে এবার সেই মুশকিল আসান করতে চলেছে রাজ্যসরকার। এবার ১২ ফেব্রুয়ারি থেকেই স্কুল কলেজ খোলার কথা জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ১২ ফেব্রুয়ারি থেকে খুলতে চলেছে স্কুল, তবে তা শুধুমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। আজ তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠকে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কথাই জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে শুধু স্কুল খোলার সিদ্ধান্তই নয়, স্কুল খোলার আগে যাবতীয় প্রস্তুতির কথাও এদিন জানান তিনি। পার্থবাবু জানান, দীর্ঘদিন বন্ধ ছিল স্কুলগুলি। তাই স্কুল খোলার আগে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তার জন্য বেশ কিছুটা সময় লাগবে বলেও এদিন জানিয়েছেন তিনি।
পার্থ চট্টোপাধ্যায় আরও জানান, স্কুল খোলার পেছনে মূল কারণ নবম থেকে দ্বাদশ শ্রেণীতে প্র্যাকটিকেল ক্লাস রয়েছে। যা অনলাইনে করানো সম্ভব নয়। তাই অনেক ভেবে-চিন্তে স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি ছাড়া বেসরকারি স্কুলগুলিও খোলার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী। তবে নবম শ্রেণীর নীচে ছাত্র-ছাত্রীদের জন্য স্কুল খুলছে না এখনই। আগামীকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে বলেই এদিন জানান পার্থবাবু। বর্তমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়গুলি খোলা হবে কিনা, তা নিয়েই আলোচনা হবে এই বৈঠকে। দীর্ঘদিন কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি বন্ধ থাকায় অনেক ক্ষেত্রে অসুবিধায় পড়েছে ছাত্রছাত্রীরা। তাই সমস্ত বিষয়গুলি মাথায় রেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী।