এক নজরে

শীত ছাড়াই উদ্বোধন হলো সাগর মেলার

By admin

January 11, 2021

কলকাতা ব্যুরো: কনকনে বাতাস আর চৈত্রসংক্রান্তির শীত দূরে রেখেই রবিবার সাগরে শুরু হলো সাগর মেলা। একসময় যে কপিলমুনির আশ্রম ছিল সাধারণের যোগাযোগের সবচেয়ে বেশি অন্তরায়, এখন রাজ্যের প্রত্যন্ত বঙ্গোপসাগর উপকূলে সেই ভূমি হয়ে উঠেছে আধুনিক সভ্যতার এক অন্যরকম বিচরণ ক্ষেত্রে। ধর্মীয় বিশ্বাসের সঙ্গে যেখানে তথ্যপ্রযুক্তিকে হাতিয়ার করেই প্রশাসন আয়োজন করেছে লক্ষ লক্ষ মানুষের সমাগম এবং পরিকাঠামো ব্যাবস্থা।

করোনা আবহে এবার লক্ষ মানুষের জমায়েতের এই মেলা বন্ধের দাবিতে মামলা হয়েছিল আদালতে। হাইকোর্ট উদ্বেগ প্রকাশ করেছিল, করোনা সংক্রমনের আশংকায়। কিন্তু বাস্তবে মেলা হচ্ছে সেই অর্থে করোনা র বিধি টুকু মেনে বাড়তি কড়া নিষেধ ছাড়াই।প্রথম দিনে অবশ্য লোকসংখ্যা খুব নজরকাড়া হয়নি। যদিও ব্যবস্থাপনা ছিল যথেষ্টই। দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসক পি উল্গানাথান মেলার উদ্বোধন করেন। ছিলেন রাজ্যের প্রশাসনিক কর্তারা। চারিদিক থেকে কপিলমুনির আশ্রমকে কেন্দ্র করে বঙ্গোপসাগরের গায় এই ভূখণ্ড এখন সেজে উঠেছে আলোর মেলায়।নানান রকমের নিরাপত্তা যেমন হয়েছে, তেমনি স্বাস্থ্যের নিরাপত্তাতে এবার বাড়তি নজর দিয়েছে রাজ্য সরকার। কিন্তু মেলায় এবার কতটা ভিড় হবে তা নিয়ে এখন কিছুটা সংশয় রয়েছে প্রশাসনের মধ্যে।