কলকাতা ব্যুরো : পশ্চিমবঙ্গে আরও বাড়ল দৈনিক করোনা সংক্রমণ।শুক্রবার রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত বুলেটিনে বলা হয়েছে, গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩৪৭ জন।এদের মধ্যে ৯৯ জন কলকাতার। ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৫ লক্ষ ৭৯ হাজার ৮২৬। গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১ জন। ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ১০ হাজার ৩০১। গত চব্বিশ ঘণ্টায় করোনা জয় করে রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ২৯০ জন। এদের মধ্যে কলকাতায় করোনা জয়ীর সংখ্যা সর্বোচ্চ ৯৭ জন। রাজ্যে মোট করোনা জয়ীর সংখ্যা হল ৫ লক্ষ ৬৬ হাজার ২২৮ জন।
করোনা দেশে আসার পর কোনও রাজ্যে কখনওই সংক্রমণ এক দিনে প্রায় ২৬ হাজারের ঘরে পৌঁছয়নি। মহারাষ্ট্রে যা গত ২৪ ঘণ্টায় দেখা গিয়েছে। শেষ ২৪ ঘণ্টায় সে রাজ্যে আক্রান্ত মোট ২৫ হাজার ৮৩৩ জন। এই একই সময়ের মধ্যে ৫৮ জনের মৃত্যুর খবর মিলেছে। বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা ছিল ২৩ হাজারের কিছু বেশি, কিন্তু শুক্রবার সেই সংখ্যা ২৫ হাজার ছাড়িয়ে গেল। শুধু মুম্বইয়েই এক দিনে আক্রান্ত ৫ হাজারের বেশি।
শুক্রবারের হিসাব অনুসারে দেশে এখন করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৫ লক্ষ ১৪ হাজার ৩৩১। এর মধ্যে সক্রিয় রোগীর সংখ্যা ২ লক্ষ ৭১ হাজার ২৮২। শেষ ২৪ ঘণ্টার সারা দেশে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৭২৬ জন। যার অর্ধেকের বেশি, অর্থাৎ ২৫ হাজারের বেশি রয়েছেন মহারাষ্ট্রে। দেশে পরীক্ষা করা হয়েছে ১০ লক্ষ ৫৭ হাজার ৩৮৩ জনের। দেশে ২৪ ঘণ্টায় ১৫৪ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু দেশে ১ লক্ষ ৫৯ হাজার ৩৭০। দেশের মোট মৃত্যুর প্রায় ৪৬ শতাংশ মহারাষ্ট্রে।
কেন্দ্রীয় সরকারের হিসাব অনুসারে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা পর্যন্ত ৩ কোটি ৯৩ লক্ষ ৩৯ হাজার ৮১৭ জনকে করোনার টিকা দেওয়ার সম্ভব হয়েছে। কিন্তু তার মধ্যেও করোনা সংক্রমণ বৃদ্ধির খবর এসেছে অন্য রাজ্য থেকেও। রাজস্থানে থেকে করোনা সংক্রমণ বৃদ্ধির খবর মিলেছে। সেখানে বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় ৩২৭ জন আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি খারাপ পাঞ্জাবে। মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং জানিয়েছেন, করোনা সংক্রমিত আট জেলাতে রাত ১১টার বদলে রাত ৯ টায় রাত্রিকালীন কার্ফু চলবে।