এক নজরে

বৃষ্টি উধাও, জলমগ্ন শহর

By admin

July 30, 2021

লকাতা ব্যুরো: শুক্রবার নতুন করে বৃষ্টি না হলেও বুধবার থেকে দফায় দফায় চলতে থাকা বৃষ্টিতে কলকাতার একটা বড় এলাকায় মানুষের বানভাসি অবস্থার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার টানা বৃষ্টিতে জলমগ্ন বেহালা থেকে ঢাকুরিয়া, বরানগর, দমদম, বাগুইআটি, কেষ্টপুর সহ আশপাশের এলাকা পাতিপুকুর রেল ব্রিজের নিচে একটি বাস চলে গিয়েছে জলের মধ্যে। ফলে জল না কমলে সেই বসকে বের করার কোনো সুযোগ নেই।সবচেয়ে খারাপ অবস্থা বেহালা, ঠাকুরপুকুরের বিস্তীর্ণ এলাকার। যে পরিমান বৃষ্টি হয়েছে বৃহস্পতিবার সারারাত, তাতে শুক্রবার সেখানে অধিকাংশ জায়গাতেই কোমর সমান জল দাঁড়িয়ে গেছে। কবে এই জল নামবে তার অজানা।

একই অবস্থা শহরের উত্তর দিকে বিভিন্ন জায়গায় জল দাঁড়িয়ে থাকায় । এদিন সকাল থেকে শহরের রাস্তায় গাড়ির গতি ছিল কম। যানজটের সৃষ্টি হয়েছে। বড় রাস্তা দখল করেছে জল। বহু রাস্তাতেই গাড়ির গতি শ্লথ।

তবে কলকাতা শহরের থেকেও বাইপাস লাগোয়া সোনারপুর, অজয়নগর বা দমদম বরানগরে যেভাবে জল জমে যাচ্ছে এবং বাড়িতে জল ডুকছে, তাতে জলা বোজানোর ফল হাতেনাতে পাচ্ছেন নাগরিকরাই তাও স্পষ্ট। বিভিন্ন জায়গায় পুকুর এবং জলা বুজিয়ে বহুতল তৈরি হচ্ছে। নিকাশি ব্যবস্থা নেই। এই অবস্থায় সামান্য বৃষ্টিতেই জল দাঁড়িয়ে যাচ্ছে। কিন্তু পুকুর বা নালা বোজাানোর অভিযোগ পেলেও পুরসভা বা শাসক দলের নেতারা তাতে কোনো উচ্চবাচ্য করেন না বলে অভিযোগ।বিধান নগরে বেআইনি নির্মাণ প্রসঙ্গে একই অভিযোগ ওঠায় বিরক্ত হাইকোর্ট। কিন্তু প্রতিদিনই বৃষ্টি হচ্ছে আর নিকাশি ব্যবস্থার দুর্বলতায় জল জমছে শহরের যত্রতত্র।