২১ এর ধর্মযুদ্ধ

মমতার প্রচার বন্ধ বিজেপির বুমেরাং হবে কিনা প্রশ্ন

By admin

April 12, 2021

কলকাতা ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি উস্কানিমূলক কথা বলার অপরাধে ২৪ ঘন্টার জন্য প্রচার বন্ধ করা যায়, তাহলে দিলীপ ঘোষ এর ক্ষেত্রে কেন এমন পদক্ষেপ করবেনা কমিশন? সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ২৪ ঘন্টা প্রচার বন্ধ রাখার ফতোয়া দেওয়ার পর সাধারণ মানুষের মধ্যে এই প্রশ্নই জোরালো হয়েছে। সে ক্ষেত্রে এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে পক্ষপাতিত্বের অভিযোগ বা বিজেপির হয়ে কাজ করার অভিযোগ তুলেছিলেন, বাস্তবে সে কথাই প্রমাণ হচ্ছে কিনা, সেই প্রশ্ন ভরে উঠছে সোশ্যাল মিডিয়ার দেওয়াল।

রাজ্যে তৃণমূল পন্থী বা বিজেপি পন্থীদের বাইরে একাংশের মানুষ রয়েছেন, যারা সাদাকে সাদা কালোকে কালো বলতে অভ্যস্ত। তাদের কাছে এদিন নির্বাচন কমিশনের এই ভূমিকায় যথেষ্টই বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেমন উস্কানিমূলক কথা বলেন, তেমনই বিজেপির রাজ্য নেতারাও যথেষ্টই বিতর্কিত মন্তব্য করছেন বলে অভিযোগ। সাম্প্রতিককালে শীতলকুচির ঘটনার প্রেক্ষিতে যেভাবে প্রথমে দিলীপ ঘোষ রাজ্যের অন্যত্র শীতলকুচি করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন, তা যথেষ্ট উস্কানিমূলক বলে মনে করছেন নাগরিক সমাজ। আবার তার এক কাঠি উপরে উঠে সায়ন্তন বসু সেই শীতলকুচি অন্যত্র করার উস্কানি দিয়েছেন।

সাম্প্রতিককালে যে বিজেপি নেতা কিছুটা নিজেকে লুকিয়ে রাখতেন হঠাৎ করেই সেই রাহুল সিনহাও তেড়ে-ফুঁড়ে মিডিয়ার সামনে বিতর্কিত মন্তব্য করেছেন এ দিন। তিনিও কুৎসিত মন্তব্য করেছেন সিতলকুচি নিয়ে। অথচ এ দিন রাত পর্যন্ত তাদের কাউকেই নির্বাচন কমিশন নোটিশ দিয়েছে বলে খবর নেই।

যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে কমিশন এদিন ফরমান জারি করেছে, তাতে আদবে বিজেপির কতটা লাভ হবে তা নিয়ে প্রশ্ন তুলেছে রাজনৈতিক মহল। উল্টে মমতার ক্ষমতা কম বলে তাকে কেন্দ্রীয় সরকারের অঙ্গুলিহেলনে নির্বাচন কমিশন চাপে রাখতে এমন একপেশে নির্দেশ জারি করেছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত। তারা আরো মনে করেন, এইভাবে মমতাকে চাপে রাখার বদলে উল্টে মানুষের সিমপ্যাথি মমতার পক্ষে গেলে, তার জন্য দায়ী থাকবে কমিশন। গত শনিবার শীতলখুছিরর ঘটনার পর রাতেই কমিশন নির্দেশ দেয় তিন দিনের জন্য বাইরে থেকে নেতাদের কোচবিহারে যাওয়ায় মানা। ফলে এর সরাসরি প্রভাব পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরের দিন ওই জেলায় সফরের ক্ষেত্রে। এতেও মানুষের একাংশের কিছুটা করুণার ভোট তৃণমূল পেয়ে গেলে অবাক হওয়ার কিছু নেই বলেই মনে করছেন রাজনীতির বিশেষজ্ঞরা। তারপরে এদিন যেভাবে কমিশন তার প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে, তাও শেষ মুহূর্তে বিজেপির বুমেরাং হয়ে যেতে পারে বলেও আশঙ্কা। যদিও এদিন রাতেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, কমিশনের এই নির্দেশের প্রতিবাদে কাল দুপুর ১২ টায় ময়দানে গান্ধী মূর্তির পাদদেশে তিনি ধর্নায় বসবেন।