এক নজরে

প্রধানমন্ত্রী কাপুরুষের মতো চীনের কাছে আত্মসমর্পণ করেছেন

By admin

February 12, 2021

কলকাতা ব্যুরো- বৃহস্পতিবারই লাদাখ সীমান্ত নিয়ে সংসদে বিবৃতি দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আর ঠিক তারপর দিনই কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। চীনের কাছে আত্মসমর্পণ করেছে মোদী সরকার। লাদাখে চীনের হাতে ভারতীয় ভূখণ্ড তুলে দেওয়া হয়েছে বলেও এদিন অভিযোগ করেছেন কংগ্রেস নেতা। তিনি আরও অভিযোগ করেন, প্রধানমন্ত্রী একজন ভিতু। দেশের সেনা জওয়ানরা যে আত্মবলিদান করছেন, প্রধানমন্ত্রী তাকে অপমান করছেন।

শুক্রবার সাংবাদিক বৈঠক করে রাহুল গান্ধী অভিযোগ করেছেন, রাজনাথ সিং শুধুমাত্র পূর্ব লাদাখের অবস্থা নিয়েই তথ্য দিয়েছেন। কিন্তু গোগরা, হট স্প্রিং এলাকা নিয়ে তিনি একটিও কথা বলেননি। রাহুলের অভিযোগ এখনও এই জায়গাগুলি দখল করে চীনা সেনারা বসে রয়েছেন। চাঁচাছোলা ভাষায় রাহুলের অভিযোগ, প্রধানমন্ত্রী কাপুরুষের মতো চীনের কাছে আত্মসমর্পণ করেছেন। তিনি বলেন, “এখন বলা হচ্ছে আমাদের বাহিনী ফিঙ্গার থ্রি পর্য়ন্ত মোতায়েন করা থাকবে। অথচ ফিঙ্গার ফোর পর্যন্ত আমাদের এলাকা ছিল। আমরা ফিঙ্গার ফোর থেকে পিছিয়ে ফিঙ্গার থ্রি-তে চলে এসেছি। নরেন্দ্র মোদী কেন আমাদের দেশের জমি চীনের হাতে তুলে দিলেন? কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ডেপস্যাং সমতলভূমি নিয়ে প্রতিরক্ষা মন্ত্রী একটা কথাও বলেননি। অথচ ওই জায়গা দিয়েই চীনারা প্রবেশ করেছিল। সত্যিটা হল প্রধানমন্ত্রী চীনকে আমাদের জমি দিয়ে দিয়েছেন। ওনার দেশবাসীকে জবাব দেওয়া উচিত।” 

রাহুল আরও অভিযোগ করেন, ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী, বায়ু সেনার উপরে তাঁর ভরসা রয়েছে। তাঁরা দেশের সুরক্ষায় নিজেদের সর্বস্ব পণ করছেন। অথচ প্রধানমন্ত্রী তাঁদের এই বলিদানের মর্যাদা না দিয়ে বিশ্বাসঘাতকতা করেছেন। রাহুলের প্রশ্ন, লাদাখ নিয়ে কেন প্রধানমন্ত্রী নিজে সংসদে বিবৃতি দিলেন না?

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাজনাথ সিং সংসদে দাবি করেছিলেন, লাদাখে প্যাংগং লেকের উত্তর এবং দক্ষিণ পাড় থেকে পর্যায়ক্রমে সেনা প্রত্যাহারের বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে ভারত এবং চীন।একই সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেছিলেন, চীনের সঙ্গে কোনও সমঝোতার পথে হাঁটেনি ভারত। ভারতের এক ইঞ্চি জমিও চীনের হাতে তুলে দেওয়া হবে না বলে রাজ্যসভায় আশ্বস্ত করেছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।