কলকাতা ব্যুরো: লকডাউনে অভিনব কর্মসূচি র লক্ষে ওড়িশা সরকার। পথচারি প্রানী দের খাবার দিতে মুখ্যমন্ত্রী তহবিল থেকে ৬০ লক্ষ্য টাকার ত্রাণের ঘোষণা করেন নবীন পটনায়েক সরকার। এই ত্রাণ দেওয়া হবে রাজ্যের পাঁচ পৌরনিগম ও ৪৮ টি পৌরসভা র এলাকায়।
ইতিমধ্যেই এক একটি পৌরসভার একদিনের ত্রাণের বাজেট ঠিক করা হয়েছে। এই পৌরসভা গুলী থেকেই বিভিন্ন এলাকার প্রাণী দের খাবার পৌঁছান হবে। এই অভিযানে জন্যে স্থানীয় নাগরিকদেরও সাহয্যে র আবেদন জানায় ওড়িশা আর্বান ডেভলপমেন্ট বিভাগ।