এক নজরে

দিল্লির পথে আধাসেনা, ট্রাক্টর মিছিল প্রত্যাহারের ঘোষণা সংগঠনের

By admin

January 26, 2021

কলকাতা ব্যুরো: সন্ধ্যের মুখে কেন্দ্রীয় বাহিনী নামানোর পর দিল্লির পথ থমথমে। যখন বহু আন্দোলনকারী কৃষক হাসপাতলে। পুলিশের অন্তত ৮৩ জন আন্দোলনকারীদের ছোড়া ইটের ঘায়ে এবং ট্রাকটারের বেপরোয়া চলা চলে জখম হয়েছেন। পরিস্থিতি বেগতিক বুঝে ট্রাক্টর মিছিল প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে কৃষকদের যৌথ সংগঠন। বলা হয়েছে, ট্রাক্টর মিছিল প্রত্যাহারের আবেদন জানাচ্ছি। তবে আন্দোলন চালু থাকবে। পরবর্তী পদক্ষেপ ঠিক করতে বৈঠকে বসবে কৃষকদের সংগঠনের যৌথ মঞ্চ।

সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে দিল্লির নিরাপত্তা নিয়ে বৈঠকের পরে দেড় হাজার অধাসেনাকে পথে নামানো হয়েছে। সিংঘু সহ দিল্লির বেশ কয়েকটি স্পর্শ কাতর এলাকা চিহ্নিত করে সীমানা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। কোনমতেই মঙ্গলবারের প্রভাব যেন বুধবার দিল্লিতে না পরে, তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। এই অবস্থায় কৃষক নেতারাও কিছুটা ব্যাকফুটে। আন্দোলন আক্রমণাত্মক হয়ে ওঠার কারণে দিল্লির রাজপথ রক্তাক্ত করার অভিযোগে এখন দেশের মানুষের একটা অংশ দুষতে শুরু করেছে কৃষকদের।যদিও রাহুল গান্ধী থেকে মমতা বন্দ্যোপাধ্যায়– প্রত্যেককেই এখনো কৃষকদের পাশে থেকে লড়াই করার কথা ঘোষণা করেছেন। কৃষকদের রক্ত ঝরলে তার ফল খারাপ হবে বলেও বিরোধী দলগুলি হুঁশিয়ারি দিয়েছে কেন্দ্রীয় সরকারকে।