এক নজরে

#SpecialReport : #KK -র মৃত্যুর দায় কি কেবল বাতানুকূল ব্যবস্থা আর অতিরিক্ত ভিড়

By admin

June 01, 2022

গান গাইতে এসে যে তাঁকে না ফেরার দেশে চলে যেতে হবে সেকথা কি দুঃস্বপ্নেও কখনও ভেবেছিলেন কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে KK ( #KK )। কিন্তু তাঁর জীবনে তেমনটাই ঘটল। মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে গানের অনুষ্ঠান করতে করতেই অসুস্থ বোধ করছিলেন, তারপরও দর্শকদের আবদারে গেয়ে যাচ্ছিলেন একের পর এক গান। কিন্তু প্রচন্ড গরমে তাঁকে খুব ঘামতে দেখা যাচ্ছিল, তিনি অস্বস্তি বোধ করছিলেন, জল খাচ্ছিলেন, গানের মাঝে বারবার তোয়ালে দিয়ে মুখ মুছছিলেন, তিনি। এসব হয়ত উদ্যোক্তারা খেয়াল করেন নি অথবা গায়ে মাখেন নি। অথচ একটা সময় গরম কমাতে শিল্পী নিজেই উচ্চ তাপমাত্রার স্পটলাইট গুলি বন্ধ করার অনুরোধ করেন।প্রসঙ্গত, অনুষ্ঠান শুরুর আগেই কেকে-এর সামনেই অগ্নি নির্বাপক যন্ত্রের একাংশ ফেটে যায়।

জনপ্রিয় সংগীতশিল্পীর এমন অকাল প্রয়াণ কেউই মেনে নিতে পারছেন না। তার মৃত্যুর জন্য উদ্যোক্তা থেকে শুরু করে নজরুল মঞ্চের ব্যবস্থা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন সবাই। অনুষ্ঠান মঞ্চে বিশৃঙ্খলা থেকে চূড়ান্ত অব্যবস্থা- সোশ্যাল মিডিয়া থেকে সাধারণ মানুষের মুখে একই অভিযোগ।এমনকি পরিবারের পক্ষ থেকে নিউ মার্কেট থানায় এফআইএর দায়ের হয়েছে এবং জোরদার তদন্ত শুরু করেছে নিউ মার্কেট থানার পুলিশ।

কি হয়েছিল গতকাল সন্ধ্যায়? কাজ করছিল না নজরুল মঞ্চের বাতানুকূল ব্যবস্থা। নজরুল মঞ্চের এক পুরনো কর্মীর বক্তব্য অনুযায়ী, অনুষ্ঠান শুরু হওয়ার অনেক আগে থেকেই ভিড় ছিল খুব। কেকে-র জনপ্রিয়তার টানে নজরুল মঞ্চের আসন সংখ্যার চেয়ে বহুগুণ বেশি দর্শক হাজির হয়েছিল। প্রিয় গায়কের গান শুনতে অনেকে পাঁচিল টপকে জোর জবরদস্তি ঢোকেন। পড়ে গিয়ে এক দর্শকের হাত-পা কেটে যায়। সূত্রের খবর, খবর পেয়ে এক সময় রবীন্দ্র সরোবর থানার পুলিশও নাকি হাজির হয়।

প্রশ্ন নজরুল মঞ্চের আসন সংখ্যা কিংবা ক্যাপাসিটি কত আর কত মানুষকে ফাইনালি এন্ট্রি দেওয়া হয়েছিল? অনুষ্ঠান চলাকালীন কত টনের এসি কাজ করছিল? সেটা কি উপস্থিত দর্শকের পক্ষে পর্যাপ্ত ছিল? অনুষ্ঠান চলাকালীন প্রেক্ষাগৃহের মধ্যে অক্সিজেন লেভেল কি ছিল? নজরুল মঞ্চের আসন সংখ্যা ২৪৮২, গতকাল সন্ধ্যায় ভিড় হয়েছিল ৮০০০। অতিরিক্ত ভিড়ে খুলে দিতে হয়েছিল প্রেক্ষাগৃহের দরজা। ৭টা দরজার মধ্যে ৫টাই খোলা ছিল। এসি বন্ধ ছিল না। কিন্তু দরজা খোলা থাকার কারণে এসি কাজ করছিল না।

সংবাদমাধ্যমকে কলকাতার মেয়র জানিয়েছেন, গতকাল সন্ধ্যায় নজরুল মঞ্চের সব ব্যবস্থা স্বাভাবিক ছিল না। বরং উপচে পড়া ভিড়ে তৈরি হয়েছিল বিশৃঙ্খলা। যার জেরে প্রেক্ষাগৃহের এসিও ঠিক মতো কাজ করছিল না। কারণ ‘কেকে এত জনপ্রিয় যে ছেলে মেয়েরা তাঁকে ছেঁকে ধরে। যে কারনে গতকালই কেএমডিএ-র তরফে বলা হচ্ছিল, নজরুল মঞ্চ আর কলেজকে দেবেন না। ছেলেমেয়েরা সিটের ওপর উঠে নাচানাচি করে সিটগুলো ভেঙে দেয়। তবে মেয়র নজরুল মঞ্চের বাতানুকূল ব্যবস্থাকে শংসাপত্র দিলেও অতিরিক্ত ভিড়ে শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়ে থাকতে পারে বলে মেনে নিয়েছেন। ‘কিন্তু এসির তো একটা লিমিটেশন রয়েছে। চারগুণ মানুষ ঢূকে পড়লে তো স্বাভাবিক ভাবেই মানুষের নিঃশ্বাস প্রশ্বাসের কষ্ট হবে।