এক নজরে

Share Market: আরো নীচ যেতে পারে মার্কেট

By admin

February 24, 2022

দীর্ঘ পাঁচদিন পর কাল একটু উপরেই ছিলো বাজারের দুই সূচকের পয়েন্ট কিন্তু কাচা তেলের দাম বেড়ে যাওয়ায় খুব বেশি উপরে যেতে পারেনি sensex ও নিফটি। তবে আজ শুরু দিকটা একটু নিচেই খুলবে মার্কেট। Sgx নিফটি র শুরু হয় গ্যাপ ডাউন হয়ে। সেন্সর শুরু হতে পারে ৬৯ পয়েন্ট নিচেই আবার অন্যদিকে নিফটি ফিফটি শুরু হয় ১৬৬৭৮ পয়েন্ট অর্থাৎ নিফটি তার সাপোর্ট জোন ১৬৮০০ কেউ ভেঙ্গে নীচে নেমে আসে। আজ নিফটি উপরে গেলেও দেখা বিষয় হলো নিফটি তার রেজিস্ট্যান্স জোন ১৭১৮০ ও ১৭২৯৭ কে ছাড়াতে কতটা সক্ষম হয়।

শুরুতেই অস্থিরতার প্রভাব পড়ে ইন্ডিয়া ভিক্স এ। Intraday র জন্য আজ শর্ট সেল ভালো প্রফিট দিতে পারে ট্রেডার দের। আজ শর্ট সেল নজর করতে পারে এয়ারলিন স্টোক গুলী। শর্ট সেল নজরে থাকবে spice zet , Indigo এছাড়াও EURINR , মারুতি সুজুকি।

মৈনাক শর্মা৮৭৫৯৬৮৯১০৮