এক নজরে

এক বছর পর মালয়েশিয়ার বিমান নামলো কলকাতায়

By admin

March 12, 2021

কলকাতা ব্যুরো: গতবছর মার্চ মাসে লকডাউনের শুরুতে বন্ধ হওয়ার পর শুক্রবার প্রথম মালয়েশিয়া সরকার তাদের বিমান সরাসরি কলকাতায় পাঠালো। যদিও কোন মালয়েশিয়ান বা অন্য কোন দেশের যাত্রী নয়, এ রাজ্যের ২৮৩ জনকে নিয়ে এদিন বিকেল পাঁচটা নাগাদ মালয়েশিয়ার বিমানটি দমদম বিমানবন্দরে অবতরণ করে। এখান থেকে কোন যাত্রীকে ওই বিমান মালয়েশিয়ায় ফিরিয়ে নিয়ে যাবে না। কারণ এদেশে এখনো করোনার প্রভাব রয়েছে। তাই এদেশের যাত্রীদের নিয়ে সরাসরি এক বছর পরে দমদম বিমানবন্দরে পৌঁছলেও, এবার যাত্রী ছাড়াই সেই বিমান ফিরে যাবে নিজের দেশে।

যেখানে মালয়েশিয়া, সিঙ্গাপুর বা থাইল্যান্ডের মত দেশ গুলি এখনো এ দেশের যাত্রী নিতে অস্বীকার করছে। সেখানে এত জন ভারতীয়কে কলকাতায় মালয়েশিয়ার বিমান নামিয়ে দিয়ে গেল। তাদের করোনা উপসর্গ রয়েছে কিনা, তা এখনো নিশ্চিত নয় বিমানবন্দর কর্মীদের কাছে। অথচ বিদেশ থেকে আশা এইসব যাত্রীদের প্রয়োজনীয় পরীক্ষা, ভিসা বা পাসপোর্ট তদারকি করার যাবতীয় কাজটাই করতে হয় বিমানবন্দর কর্মীদের। তাদের অভিযোগ, অন্যান্য সব বিভাগ করোনার ভ্যাকসিন পেতে শুরু করলেও, তাদের এখনো ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে সরকার নীরব। ফলে তাদের নিরাপত্তা অভাব তৈরি হচ্ছে। এদিন যে প্রায় তিনশো যাত্রীকে নিয়ে মালয়েশিয়ার বিমানটি কলকাতায় নামে, তাদের প্রায় সকলেই সেখানে দিনমজুরের কাজ করতে গিয়ে এতদিন আটকে ছিলেন। বিমানবন্দরের কর্মীদের বক্তব্য, ডাক্তার, পুলিশ বা অন্যান্য যারা কাজ করেন তাদের করোনার যোদ্ধা হিসেবে আগেই ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। অথচ বিমানবন্দর কর্মী, যারা এইসব ফ্লাইটে আসা যাত্রীদের পরীক্ষা-নিরীক্ষার দায়িত্বে রয়েছেন, তাদের কোনরকম ভ্যাকসিন দেওয়ার এখনো পর্যন্ত ব্যবস্থা হয়নি। অথচ শোনা যাচ্ছে, আর কিছুদিনের মধ্যেই বিদেশ থেকে বেশ কয়েকটি বিমান আগের মতোই সরাসরি যাত্রী নিয়ে কলকাতার বিমানবন্দরে নামবে।