কলকাতা ব্যুরো- বেশ কয়েকদিন আগেই কলকাতায় এসেছিলেন নির্বাচন কমিশনার সুদীপ জৈন। আজ বেলা ১২.৩৫ নাগাদ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এসে পৌঁছল কলকাতা বিমানবন্দরে। কলকাতার একটি পাঁচতারা হোটেলে এর আগে সাংবাদিক বৈঠক করেছিলেন নির্বাচন কমিশনার সুদীপ জৈন। মুলত জেলার ডি.এম.এস.পি ও পুলিশ সুপারদের নিয়ে এই বৈঠক ছিল।বৈঠকে বলা হয়েছিল যাতে রাজ্যে সুস্থ ভাবে নির্বাচন করা যায় তার জন্য সমস্ত বিষয় খতিয়ে দেখতে হবে। এর পাশাপাশি নির্বাচন ফেব্রুয়ারীতে করা হবে এমনই ইঙ্গিত দেওয়া হয়েছিল। পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচনকে সামনে রেখে তাদের এই আগমন।এছাড়াও রাজ্যে কটি বুথ হবে এবং তাঁর নিরাপত্তা কেমন থাকবে সেই বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে আজ।
আজ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের আগমনের মুল উদ্দেশ্যই হল স্পর্শকাতর বুথগুলি চিহ্নিত করা এবং বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা করা। বিধানসভা নির্বাচনের আগে সেই প্রস্তুতিই চলছে তুঙ্গে।আজ কলকাতার বিমানবন্দরে নেমে নির্বাচন কমিশনার সুদীপ জৈন সাংবাদিকদের জানান, আগামী ২২ তারিখ সাংবাদিক সম্মেলন করবেন এবং সেখানেই সব বিস্তারিত জানাবেন।