মৈনাক শর্মা
8759689108( Whats app & Call)

ভারতীয় ইনস্যুরেন্স বিভাগের বড় ব্র্যান্ড LIC র আই পি ও আসছে শেয়ার বাজারে। যা l বাজারের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় আই পি ও। তবে LIC আই পি ও তে কি ভাবে আবেদন করে শেয়ার হোল্ডার হাওয়া যেতে পারে, বা আদেও এই বিনিয়োগ কতটা সঠিক তা প্রশ্ন আছে জন মহলে।

প্রথমেই আসি কি ভাবে আবেদন করতে পারবেন এই আই পি ও তে?

এল আইসি র পাঁচ শতাংশ স্টেক বিক্রির ঘোষনা করে কেন্দ্রিয় আর্থ মন্ত্রক। এর মোট আই পি ও র দশ শতাংশ রাখা হয়েছে পলিসি হোল্ডার দের। মানে আপনার কাছে এল আই সি র পলিসি থাকলেই করতে পারেন আবেদন। কিন্তু তার আগে অবশ্যই প্যান কার্ডকে নিজের পলিসির সাথে লিংক করতে হবে ২৪ ফেব্রুয়ারি র মধ্যে। এছাড়াও থাকতে হবে শেয়ার বাজারে প্রবেশ করার ডিম্যাট একাউন্ট। তবে ডিম্যাট অ্যাকাউন্টের প্যান নম্বর অবশ্যই মিলতে হবে পলিসিতে দেওয়া প্যান নাম্বারের সাথে। এছাড়াও ডিম্যাট অ্যাকাউন্টে র মাধ্যমেও সরাসরি করা যাবে আবেদন।

এর পর আসি দ্বিতীয় প্রশ্নে। এল আইসি তে বিনিয়োগের ক্ষেত্রে কতটা সঠিক হবে?

ভারতীয় ইনস্যুরেন্স বিভাগের বড় ব্র্যান্ড এল আইসি। কেবল ভারতেরই নই এল আইসি বিশ্বের তৃতীয় শক্তিশালী ও ৩০ কোটি পলিসি ১২ লক্ষ্য এজেন্ট , ১ লক্ষ্য কর্মচারী ও সাড়া ভারতে প্রায় ২০০০ শাখা নিয়ে দশম বৃহত্তম ইনস্যুরেন্স কম্পানি। ভারতীয়র বাজারে ইন্সুরেন্স ব্যবসায় মোট ৬১ শতাংশ দখল রয়েছে এল আইসি র। তার পরেই রয়েছে এস বি আই লাইফ ৯ শতাংশ ও HDFC ৮ শতাংশ।
এল আইসি র সব থেকে বেশি পলিসি হোল্ডার রয়েছে মহারাষ্ট্র ১৩.৩২% , পশ্চিমবঙ্গ ১১.২৭% , উত্তর প্রদেশ ৯.৭৯ %।

কোম্পানী র প্রধান আয়ের উৎস ইনস্যুরেন্স হলেও রয়েছে বড়ো বিনিয়োগ। বিনিয়োগের ক্ষেত্রে ভারতীয়র জি ডি পির প্রায় ১৮ শতাংশ ও বাজার সূচক নিফটির প্রায় চার শতাংশ নির্ভর করে এল আইসি র উপরই। বর্তমানে বিনিয়োগ রয়েছে Reliance, TCS , Infosys , ITC, l&T , SBI এর মতোন ব্লু চিপ স্টকের উপড়।

অর্থাৎ বিনিযোগের জন্যে উপযোগী কোম্পানী লাইফ ইনস্যুরেন্স করপোরেশন। কিন্তু বিনিয়োগের আগে মাথায় রাখতে হবে
১. ২০০০ সালের পর ভারতের এল পি জি নিতি অর্থাৎ বহিরাগত কম্পানি কে ভারতীয়র বাজারে ব্যবসার সুযোগে এল আইসি বিগত বছর গুলোতে হারিয়েছে তাদের এক চেটিয়া আধিপত্য। এর অন্য তম কারণ কোম্পানির অন্যান্য নিজি সংস্থার তুলনায় ডিজিটাল technology তে পিছিয়ে পড়া। তাছাড়া অত্যাধিক প্রিমিয়াম কস্ট থাকা।

২. এল আইসি তার ইনস্যুরন্স ব্যাবসায় পুরোপুরি ভাবে নির্ভর করে এজেন্টের উপর। ২০১৯ সালে কেবল এজেন্ট থেকে ব্যবসা আসে ৯৬.৬৯%, ২০২০ ও ২১ সালে করোনা কালে যা কমে দাঁড়ায় ৯৫ ও ৯৪.৭৮%। অর্থাৎ এজেন্ট তালিকা কম হলে কমতে পারে বিক্রী

৩. এল আইসি র উপর সরকারি মদত যেমন ভালো তেমনই অতিরিক্ত সরকারি নিয়ন্ত্রণ ক্ষতি করতে পারে বিনিয়োগকারীদের। এর আগেও অতিরিক্ত সরকারি নিয়ন্ত্রণ র ফলে ব্যাঙ্কিং সেক্টর কে বাঁচাতে ক্ষতি করেও কিনতে হয় IDBI ব্যাংকের স্টেস।

অংশীদারিত্বের জন্যে ভালো এল আইসি কিন্তু দীর্ঘ মেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে কতটা সঠিক হবে তা সংশয় রয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version