কলকাতা ব্যুরো- বঙ্গজয়ের লক্ষ্যে নিজেদের রণকৌশল সাজাচ্ছে ভারতীয় জনতা পার্টি। আসন্ন বাংলার বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে গেরুয়াশিবির। কেন্দ্রের বাজেটেও দেখা গিয়েছে সেই আবহ। বাজেট ২০২১ এর এক বড় অংশ বরাদ্দ হয়েছে বাংলার জন্য। এবার এই পরিস্থিতিতেই বাংলার রেল পরিষেবার উন্নয়নে ‘ঐতিহাসিক বরাদ্দে’র কথা জানালেন রেলমন্ত্রী। কেন্দ্রের বাজেটে বাংলার জন্য বরাদ্দ হয়েছে একটা বড় অংশ। পশ্চিমঙ্গের সড়ক উন্নয়নের পাশাপাশি বাজেটের কিছু অংশ বরাদ্দ করা হয়েছে রেল পরিষেবাতে। নির্মলা সীতারমণ জানিয়েছেন, গোমড়া থেকে ডানকুনি পর্যন্ত ২৭৪কিমি রেল লাইনের উদ্যোগ নেওয়া হবে। অন্যদিকে খড়গপুর থেকে বিজয়ওয়াড়া পর্যন্ত নির্মাণ করা হবে ফ্রেট করিডোর। যাত্রীদের সুবিধার জন্য রেলের কোচগুলিতে বসবে আধুনিক সমস্ত ফিচার। এবার সেই ঘোষণাকে বাংলার জন্য ‘ঐতিহাসিক বরাদ্দ’ বলেই উল্লেখ করলেন পীযূষ গোয়েল।

কেন্দ্রীয় রেলমন্ত্রী একটি ট্যুইটে জানান, ‘ভারতীয় রেলের ইতিহাসে পশ্চিমবঙ্গের জন্য ঐতিহাসিক বরাদ্দ ঘোষণা করা হয়েছে। ২০২১-২২ সালের মধ্যে ৬ হাজার ৬৩৬ কোটি টাকা খরচ করা হবে। এটা গত বছরের তুলনায় ২৬ শতাংশ বেশি। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে বলব ওই সব প্রকল্পের জন্য জমি তৈরি রাখতে যাতে তা দ্রুত শেষ করা যায়।’ যদিও বাংলার জন্য অর্থমন্ত্রীর ঘোষণা ও রেলমন্ত্রীর এই ট্যুইট বাংলার নির্বাচনকে মাথায় রেখে করা হেয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। রাজ্যে মেট্রো এবং রেল প্রকল্পে বরাদ্দ বাড়ানোর প্রভাব ভোটব্যাঙ্কে পড়তে পারে বলেও মনে করছেন অনেকে। যদিও এর ফলে কতখানি লাভের মুখ দেখবে কেন্দ্র, তা বলবে নির্বাচনীয় ফলাফল।

Share.
Leave A Reply

Exit mobile version