কলকাতা ব্যুরো: আজ কৃষকদের ভারত বনধের পরিপ্রেক্ষিতে সারাদেশে নিরাপত্তা বাড়ানোর জন্য অ্যাডভাইজারি পাঠালো কেন্দ্র। মূলত দিল্লি, হরিয়ানা, পাঞ্জাবকে ঘিরে নিরাপত্তার বলয় তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। বনধে দিল্লিতে যাতে কোনো অপ্রীতিকর অবস্থা সৃষ্টি না হয়, তা দেখার জন্য বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছে। বহু জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। উত্তরপ্রদেশে ১৪৪ ধারা অস্বীকার করে মিছিল করায় সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকে আটক করে পুলিশ।
এদিকে ভারত ব নধের মধ্যেই সকাল ১১ টা থেকে বিকেল তিনটে পর্যন্ত চাক্কা জ্যাম কর্মসূচি নিয়েছে কৃষক সংগঠনগুলি। যেকোনো বনধে দোকানপাট না খুলতে দেওয়া বা গাড়ি চলাচল আটকানোর চেষ্টা হয়ে থাকে। এ ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে রাজ্য পুলিশ। তবে তারই মধ্যে কৃষক সংগঠনগুলির মঙ্গলবার সকাল ১১ টা থেকে বিকেল তিনটে পর্যন্ত কর্মসূচি নিয়েছে ফলে ভোর ছয়টা থেকে শুরু হলেও বেলা এগারোটা থেকে গণপরিবহন বন্ধ হওয়ার আশঙ্কা করছে প্রশাসন।
বনস সমর্থক কৃষক সংগঠনগুলির বক্তব্য, অন্যান্য বনধে যেমন সকাল থেকেই গাড়ি-ঘোড়া বন্ধ করে দেওয়ার প্রবণতা থাকে, আমরা সেভাবে মানুষকে বিপদে ফেলতে চাইনা। যারা অফিস কাচারীতে যেতে চান তারা বেলা এগারোটার মধ্যে তাদের গন্তব্যে পৌঁছে গেলে তারপর থেকে চাক্কা জ্যামের পরিকল্পনা করা হয়েছে। বেলা তিনটে পর্যন্ত সেই কর্মসূচি থাকবে। ফলে অন্য বনধের মতোই সকাল থেকেই ট্রেন-বাস বন্ধের চেষ্টা হবে কিনা তা নিয়ে কিছুটা সংশয় তৈরি হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version