কলকাতা ব্যুরো- নয়া কৃষি আইনের প্রতিবাদে শনিবার আমরণ অনশনের ডাক দিয়েছিলেন বর্ষীয়ান সমাজকর্মী আন্না হাজারে। আজ সেই পূর্ব ঘোষিত কর্মসূচি প্রত্যাহার করে নিলেন তিনি। শুক্রবার তাঁর অনশনের ডাক শুনেই মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ কথা বলেন অশীতিপর সমাজকর্মীর সাথে। তারপরই আপাতত অনশন স্থগিত রাখার কথা জানিয়েছেন আন্না হাজারে। দিল্লির কৃষকদের সাথে সহনশীলতা দেখায়নি সরকার। তাই শনিবার থেকে নিজের গ্রামেই আমরণ অনশনের বসার ডাক দিয়েছিলেন গান্ধীবাদী আন্না হাজারে। বহুদিন পরে ফের কোন আন্দোলনে যোগ দেওয়ার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা গিয়েছিল তাঁকে। জানিয়েছিলেন, ‘কৃষকদের প্রতি কোন সহনশীলতা দেখাচ্ছে না সরকার। বারবার ভুল পথ ধরছে কেন্দ্র।’

এরপরই তৎপরতা দেখা যায় কেন্দ্রীয় প্রশাসনের তরফে। তড়িঘড়ি আন্না হাজারের সাথে দেখা করেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশ। আন্নাকে অনশনে বসা থেকে বিরত রাখতে তৎপর হয়ে ওঠেন মোদি থেকে শাহ সকলেই। তবে বৈঠক সফল হয়েছে। জানা গিয়েছে, আপাতত অনশনে বসছেন না তিনি। তাঁর দাবি মেনে নিয়েছে কেন্দ্র সরকার। তবে আন্না হাজারের দাবিগুলি ঠিক কি ছিল? উত্তর এখনও সম্পূর্ণরূপে স্পষ্ট নয়। বৈঠকে আন্নার বেশ কিছু দাবীকে মান্যতা দিয়েছে কেন্দ্র। এদিন এক বিবৃতিতে তিনি জানান, ‘কেন্দ্রীয় সরকার এমএসপি অর্থাৎ ন্যুনতম সহায়ক মূল্য বাড়ানোর পঞ্চাশ শতাংশ বাড়ানোর আশ্বাস দিয়েছেন। চিঠিতে আমাকে জানান হয়েছে, কেন্দ্রও কৃষক আন্দোলনের জট ছাড়ানোর চেষ্টা করছে। তাই আমি আমার অনশন কর্মসূচি প্রত্যাহার করছি।

Share.
Leave A Reply

Exit mobile version