এক নজরে

ধর্ষণের মিথ্যা অভিযোগে লাখ টাকা জরিমানা তরুনীর

By admin

April 05, 2021

কলকাতা ব্যুরো: এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে তদন্তের দায়িত্ব সিবিআইকে দেওয়ার আবেদন করায় নজিরবিহীনভাবে তরুণীর বিরুদ্ধে এক লক্ষ টাকা জরিমানা করল হাইকোর্ট ঘটনাটি ঘটেছে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে। গত সপ্তাহে ওই হাইকোর্ট জানিয়ে দিয়েছে, যেভাবে ওই তরুণী মিথ্যে অভিযোগ করে আইনকে প্রভাবিত করার চেষ্টা করেছেন, তাতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তাই এক লক্ষ টাকা চন্ডিগড় এর একটি ব্লাইন্ড স্কুলকে দেওয়ার নির্দেশ দিয়ে মামলাটি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তে ধর্ষণ, শ্লীলতাহানির অভিযোগ জমা পড়ছে বিভিন্ন থানায়। বেশিরভাগ ক্ষেত্রেই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করছে। দিনের-পর-দিন মামলাও চলছে। আবার বহু ক্ষেত্রে অভিযুক্ত দীর্ঘদিন জেল খাটার পর বেকসুর খালাস পাওয়ার ঘটনাও রয়েছে। কিন্তু বহু ক্ষেত্রেই মিথ্যে অভিযোগ জানানোর জন্য অভিযুক্ত মহিলাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনা আদালত। সে ক্ষেত্রে এই জরিমানা ব্যতিক্রম বলেই মনে করছেন আইনজীবীরা।

বছর দেড়েক আগে এক তরুণী থানায় অভিযোগ করেন, তার কিছু গোপন ছবি অভিযুক্ত সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন। পরবর্তীতে তার মা প্রায় চার লক্ষ টাকা দিয়ে সেই ছবি সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করানোর জন্য সমঝোতা করেন। কিন্তু তারপরেও সব ছবি ওই ব্যক্তি ডিলিট করেন নি। উল্টে তার অফিসে গিয়ে ওই ব্যক্তি আরো তিন লক্ষ টাকা চান বলে অভিযোগ করেন তরুণী। সেই টাকা দিতে অস্বীকার করায় তরুণীকে নিজের গাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ করা হয়। গতবছর এপ্রিল মাসে এই ঘটনার পর তরুনি হাইকোর্টে মামলা করে দাবি করেন, অভিযুক্ত প্রভাবশালী এবং রাজ্যের শাসকদলের ঘনিষ্ট হওয়ায় তার বিরুদ্ধে পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না। তাই সিবিআইকে এই তদন্তভার দেওয়া হোক। হাইকোর্ট রাজ্য পুলিশের ডিজিকে সিট গঠনের নির্দেশ দেয়।

পুলিশ তদন্তে দেখা যায়, যেদিন গাড়িতে যে জায়গায় ধর্ষণের অভিযোগ করা হয়েছে, অভিযুক্ত এবং নির্যাতিতা সেই দিন সেই জায়গায় ছিলেন না। উল্টে পুলিশ তদন্তে একটি হোটেলের সন্ধান পায়, যেখানে ওই দুজনে তার আগেও বিভিন্নসময় একসঙ্গে গিয়ে থেকেছেন বলে জানতে পারে পুলিশ। সিটের এই তদন্ত রিপোর্ট দেখার পরে হাইকোর্ট গোটা অভিযোগ মিথ্যে বলে তা খারিজ করে দেয়।