কলকাতা ব্যুরো – রাম মন্দির নির্মাণকার্যের জন্য চাঁদা সংগ্রহ অভিযান শুরু হল শুক্রবার থেকে। রাম মন্দির নির্মাণের জন্য প্রথম চাঁদা দিলেন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। চাঁদা দানের মাধ্যমে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট ও বিশ্ব হিন্দু পরিষদের এই উদ্যোগকে কার্যত সবুজ সংকেত দেখালেন তিনি। দেশজুড়ে চলবে এই চাঁদা সংগ্রহ অভিযান। দেশের প্রতিটি প্রান্তে প্রায় ১৩ কোটি পরিবারে পৌঁছে যাবে  বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। আজ থেকে শুরু হয়ে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ‘শ্রী রাম মন্দির ধন সংগ্রহ’ অভিযান। এই অভিযানের সূচনা করতে দেশের রাষ্ট্রপতির কাছে পৌঁছান রাম মন্দির ট্রাস্টের সদস্যরা। এরপরই তাঁদের হাতে ৫ লক্ষ টাকার চেক তুলে দেন রামনাথ কোবিন্দ।

এই চাঁদা সংগ্রহ অভিযানে ১০ টাকা থেকে ১০০০ টাকা এবং তার বেশিও দান করা যাবে। প্রত্যেক দাতাকে দেওয়া হবে কুপন। রসিদ হিসাবে দেওয়া এই কুপনে থাকবে নির্মীয়মাণ রাম মন্দিরের ও ভগবান রামচন্দ্রের ছবি। ২০০০-এর বেশি টাকা দান করলে পাওয়া যাবে বিশেষ কুপন। সেক্ষেত্রে আয়করে ছাড়ও সেই কুপনের মাধ্যমে। সূত্রের খবর, রাষ্ট্রপতির পর উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছেও চাঁদা চাইতে যাবেন রাম মন্দির ট্রাস্টের সদস্যরা। তবে রাষ্ট্রপতির চাঁদা দানের পর থেকেই উঠছে নানা প্রশ্ন। দেশজুড়ে কৃষক আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। তবে দেশের রাষ্ট্রপতি হিসাবে কোন সে বিষয়ে কোন মন্তব্য বা অবস্থান নিয়ে দেখা যায়নি রামনাথ কোবিন্দকে। তবে এই পরিস্থিতিতে রাম মন্দিরের জন্য চাঁদা দান ভাল চোখে দেখছেন না অনেকেই।

Share.
Leave A Reply

Exit mobile version