কলকাতা ব্যুরো: পরিবারের সঙ্গে স্নান করতে গিয়ে নাবালক ছেলে ডুবে গিয়েছে। এই খবর পেয়ে হার্ট অ্যাটাক হয় মারা গেলেন বাবা। ঘটনাটি ঘটেছে সালানপুর এলাকায়।
লেফট ব্যাংক এলাকার বাসিন্দা ক্রিস্ট মণ্ডল (১৫) তার মা ও বোনদের সঙ্গে লেফট ব্যাংক বরাকর নদীর অমর ঝর্ণার কাছে নদীতে স্নান করতে যায়। হটাৎ স্নান করতে করতে তলিয়ে যায় ক্রিস্ট মণ্ডল। পরিবারের সদস্যরা তাকে বাঁচাবার বহু চেষ্টা করেন। অবশেষে খবর দেওয়া হয় কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সালানপুর থানার ভার প্রাপ্ত আধিকারিক পবিত্র কুমার গাঙ্গুলি ও কল্যানেশ্বরী ফাঁড়ির ইনচার্জ অমরনাথ দাস। স্থানীয় কিছু যুবকের চেষ্টায় প্রায় এক ঘন্টা পর ক্রিস্ট মন্ডলের মৃত্যু দেহ উদ্ধার হয়। মৃতদেহটি ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়।
একই দিনে কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির অন্তর্গত বিবেকানন্দ নগরের রাস্তার পাশে ক্রিস্ট মন্ডলের বাবা ধীরাজ মন্ডলের মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে জানা যায় যে সকাল ৬ টায় রাজ মিস্ত্রীর কাজে বাড়ি থেকে বলে বের হন। তার ছেলের খবর শুনে হার্ট অ্যাটাক হয়ে তিনি মারা যান বলে জানান স্থানীয়রা।