কলকাতা ব্যুরো- মকরসংক্রান্তিতে সকাল থেকেই চলছে পুণ্যার্থীদের স্নান। তবে অন্যান্য বছরের তুলনায় গঙ্গাসাগরে ভিড় এবছর অনেকটাই কম। কড়া নজরদারি রাখা হচ্ছে সেখানে। ভিন রাজ্য থেকে আসা পুণ্যার্থীদের সংখ্যাও অনেকটাই কম। দেশজুড়ে করোনার প্রকোপ এখনও অব্যহত। গঙ্গাসাগরে স্নানের অনুমতি নিয়ে শুরু হয়েছিল টানাপড়েন। তবে বুধবার হাইকোর্টে শর্তসাপেক্ষে গঙ্গাসাগরে স্নানের অনুমতি দেওয়া হয়। তবে ই-স্নানের উপর বেশি জোর দেয় আদালত।
করোনার জেরে গঙ্গাসাগর মেলায় ভিড় নিয়ে আশঙ্কা করে হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। মেলা প্রাঙ্গণ গুলিকে কন্টেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করারও আর্জি জানানো হয় আদালতে। এরপরই রাজ্যসরকারের থেকে নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে হলফনামা চেয়ে পাঠায় আদালত। এরপরই শর্তসাপেক্ষে অনুমতি দেওয়া হয় গঙ্গাসাগর স্নানে। তবে রাজ্য যাতে ই-স্নানের উপর বেশি গুরুত্ব দেয়, সে কথাও জানানো হয়েছে আদালতের তরফে। বিনামূল্যেই ই-স্নানের কিট সরবরাহ করার কথাও বলা হয় রাজ্যকে। করোনা আবহে এবছর গঙ্গাসাগরে ভিড় অনেকটাই কম। নিরাপত্তার দায়িত্বে রয়েছে উপকূলরক্ষী এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। সমুদ্রে নৌকা থেকেও চালানো হচ্ছে নজরদারি। ১১০০ সিসিটিভি ক্যামেরার মাধ্যমেও চলছে নজরদারি।