কলকাতা ব্যুরো: বড়দিনের আনন্দে ভাসছে তিলোত্তমা। আলো ঝলমলে শহর কলকাতা। শুক্রবার ক্রিসমাসের আগের রাতে ব্রেবোর্ন রোডের পর্তুগিজ চার্চে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ফিতে কেটে অনুষ্ঠানের সূচনা করেন তিনি। আর্চ বিশপ তাঁকে স্বাগত জানান। এরপর চার্চের অনুষ্ঠানে অংশ নেন বাংলার মুখ্যমন্ত্রী।

করোনা আবহে কেটেছিল গত বছরের বড়দিন। আতঙ্কে বাড়ি থেকে বেরোননি অনেকেই। তবে চলতি বছর করোনা আতঙ্ক কাটিয়ে রাস্তায় বেরিয়েছেন সাধারণ মানুষ। আলোয় ভরা পার্ক স্ট্রিটে ক্রিসমাস ইভ থেকেই মানুষের ঢল। ইতিমধ্যেই চার্চে ভিড় জমতে শুরু করেছে। কারও গন্তব্য আবার বো বারাক। এক কথায় বলাই যায়, উৎসবের আনন্দে গা ভাসিয়েছেন আমজনতা।

এদিকে, বড়দিনে পার্ক স্ট্রিটে ভিড় সামাল দিতে আগেভাগেই প্রস্তুত ছিল কলকাতা পুলিশ। জোরদার করা হয়েছে তিলোত্তমার নিরাপত্তা। পার্ক স্ট্রিট ও শেক্সপিয়র সরণি এলাকার রাস্তায় নেমেছে মহিলা পুলিশের বিশেষ ২৫ জনের বাহিনী। ভিড়ের মধ্যে পার্ক স্ট্রিটে ইভটিজিং ও শ্লীলতাহানির সম্ভাবনা থাকে। সেই বিষয়টি মাথায় রেখেই পুলিশের এই বিশেষ মহিলা টিম তৈরি করা হয়েছে।

মধ্য কলকাতা আলোয় আলোয় সেজে উঠেছে। ঝলমল করছে পার্কস্ট্রিট। ২০ ডিসেম্বর এলেন পার্কে বড়দিনের উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী। সেখানে ভিড় সামাল দিতে বৃহস্পতিবার রাত পর্যন্ত পুলিশের ছড়াছড়ি। তবে একটু রাত বাড়তেই তেমন ভিড় নজরে পড়েনি পার্ক স্ট্রিটে। তুলনায় বার এবং রেস্তোরাঁগুলোতে ছিল উপচে পড়া ভিড়। তবে শনিবার বড়দিনে অন্য ছবি দেখা যাবে বলে পুলিশ অফিসারদের ধারণা। কারণ জাঁকিয়ে শীত আগামী কয়েকদিন থাকবে না বলেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস।

Share.
Leave A Reply

Exit mobile version