কলকাতা ব্যুরো: নিম্নচাপের বৃষ্টিতে জলমগ্ন গোটা আসানসোল শহর। টানা কয়েকদিন জল জমে থাকার জেরে কাল্লা সেতুর নিম্নাংশে রাস্তায় ধস নেমেছে। যার ফলে আসানসোলের সঙ্গে বারাবনি, জামুড়িয়ার বিস্তীর্ণ অঞ্চলের গ্রামগুলির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।

শুধু তাই নয়, ECL-এর সদর হাসপাতাল যাওয়ার প্রধান রাস্তাও বন্ধ হয়ে গিয়েছে। ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিনের টানা বৃষ্টির জেরে বৃহস্পতিবার পর্যন্ত কাল্লা সেতু সম্পূর্ণরূপে ডুবে গিয়েছিল। শুক্রবার সকালে জল নামতেই দেখা দেখা যায়, সেতুর নিম্নভাগে রাস্তায় ধস নেমেছে। রাস্তার বিস্তীর্ণ এলাকা একেবারে ভেঙে টুকরো-টুকরো হয়ে গিয়েছে।

উল্লেখ্য, মাত্র ৫ মাস আগেই জামুড়িয়া, বারাবনির সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম আসানসোল শহরে এই কাল্লা সেতু এবং সংলগ্ন রাস্তাটি নির্মিত হয়। ফলে কীভাবে এত তাড়াতাড়ি এই রাস্তা সম্পূর্ণরূপে ভেঙে গেল তা নিয়ে প্রশ্ন উঠেছে। কেবল বৃষ্টি ও কয়েকদিন জল জমার কারণে রাস্তা একেবারে ভেঙে যেতে পারে, তা ভেবে পারছেন না স্থানীয় বাসিন্দারা। তাঁরা রাস্তা ভেঙে যাওয়ার জন্য প্রাকৃতিক দুর্যোগকে দায়ী করার প্রশাসনের দিকেও অভিযোগের আঙুল তুলেছেন।

কাল্লা সেতু ও সংলগ্ন এই রাস্তাটি রাজ্যের পূর্ত দফতরের তত্ত্বাবধানে তৈরি হয়েছিল। ফলে রাস্তা নির্মাণের সামগ্রী নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। পূর্ত দফতর অবশ্য বিষয়টি উড়িয়ে দিচ্ছে না। গোটা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন পূর্ত দফতর বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version