এক নজরে

ধুন্ধুমারে এক সমর্থকের মৃত্যুতে মঙ্গলবার ১২ ঘন্টার শিলিগুড়ি বন্ধ বিজেপির

By admin

December 07, 2020

কলকাতা ব্যুরো: বিজেপির উত্তরকন্যা অভিযানকে কেন্দ্র করে এক সমর্থকের মৃত্যুকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হলো শিলিগুড়িতে। মঙ্গলবার এই মৃত্যুর প্রতিবাদে ১২ ঘন্টার শিলিগুড়ি বনধের ডাক দিয়েছে বিজেপি। যদিও সোমবার বিজেপির এই অভিযানকে কেন্দ্র করে একদিকে পুলিশ ও অন্যদিকে বিজেপি সমর্থকরা একেবারে সম্মুখ সমরে পৌঁছে যায়। আর এই অবস্থার মধ্যেই এক বিজেপি সমর্থক মৃত্যুতে এখন বাড়তি উত্তেজনা তৈরি হয়েছে উত্তরবঙ্গে।বিজেপির অভিযোগ তাদের শান্তিপূর্ণ আন্দোলনে বিনা প্ররোচনায় পুলিশ বোমা ফাটিয়েছে, গুলি ছুড়েছে। যদিও বিজেপি সমর্থক এর মৃত্যুর কারণ এখনও নিশ্চিত নয়। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। কিন্তু তার আগেই এই মৃত্যুকে কেন্দ্র করে নতুন করে রাজ্যের বিরুদ্ধে আন্দোলন বাড়াতে শুরু করেছে বিজেপি। ফলে মঙ্গলবার একদিকে যখন কেন্দ্রের কৃষক বিরোধী আইনের প্রতিবাদে সারা দেশের সঙ্গেই শিলিগুড়িতে বনধের ডাক দেওয়া হয়েছে, ঠিক তখনই বিজেপির ডাকে শিলিগুড়ি বনধে নতুন করে উত্তাপ ছড়ানোর আশঙ্কা করছে পুলিশ।তাই শিলিগুড়িতে বাড়তি বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে নবান্ন। যদিও একইসঙ্গে কোন প্ররোচনায় পা না দিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিন পুলিশের তরফে যত রকম ভাবে আন্দোলনকারীদের বাগে আনা যায় তার সব চেষ্টাই করা হয়েছিল। শিলিগুড়ির তিন বাত্তি মোড়ে ত্রিস্তরীয় ব্যারিকেড তৈরি করা হয়, তাতেও ছিল অভিনব ডিফেন্স। বাঁশের ব্যারিকেডে প্লাইউড বেঁধে তাতে পিচ্ছিল রাসায়নিক মাখিয়ে দেওয়া হয়েছিল। যাতে তারা টপকে পার হতে গেলে আন্দোলনকারীরা পিছলে পড়ে যাবেন। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি পুলিশের। ওই ব্যারিকেড ভেঙে দেয় বিজেপির আন্দোলনকারীরা।এখন সোমবার বিজেপির এই আন্দোলনে এক সমর্থকের মৃত্যুকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়ানোয় রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা বিষয়টি নিয়ে যথেষ্টই ঠান্ডা মাথায় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নির্দেশ দিয়েছেন জেলা পুলিশ কর্তাদের। কারণ এমনিতেই গত লোকসভা নির্বাচন থেকেই উত্তরবঙ্গে অনেকটাই শক্ত মাটিতে দাঁড়িয়ে রয়েছে বিজেপি। এই অবস্থায় কোনমতেই যাতে আর তারা বাড়তি মাইলেজ না পায় তারা সে বিষয়টি দেখার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে।