এক নজরে

করোনার আবহে আইপিএল আয়োজন করতে বদ্ধপরিকর বিসিসিআই

By admin

March 17, 2021

কলকাতা ব্যুরো : করোনা ভাইরাসের আবহে যেনতেন প্রকারেণ আইপিএল আয়োজন করতে বদ্ধপরিকর বিসিসিআই। তা বলে ঘরোয়া ক্রিকেটের ক্ষেত্রে কোনও ঝুঁকি নিতে রাজি নয় সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির।সম্প্রতি জারি করা এক নির্দেশিকা অনূুযায়ী অতিমারীর কারণে দেশে সব বয়স-ভিত্তিক ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট সাসপেন্ড করে দেওয়া হয়েছে। ফের কবে স্বাভাবিক হবে পরিস্থিতি, তাও জানিয়ে দেওয়া হয়েছে।

দেশে ফের করোনা ভাইরাসের প্রভাব বেড়েছে। বেশ কিছু রাজ্যে নতুন করে লকডাউন ঘোষণার কথা ভাবছে সরকার। তারই মধ্যে দেশের ছয় শহর আগামী ৯ এপ্রিল থেকে আইপিএল শুরু করতে চলেছে বিসিসিআই।দর্শকশূন্য স্টেডিয়াম ও জৈব সুরক্ষা বলয়ে যেনতেন প্রকারেণ টুর্নামেন্ট আয়োজন করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সৌরভ গঙ্গোরপাধ্যায়। তা বলে ঘরোয়া ক্রিকেট নিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না ক্রিকেট বোর্ড।

এক সূত্রের খবর অনুযায়ী, সম্প্রতি দেশের সবকটি রাজ্যের ক্রিকেট সংস্থাগুলিকে চিঠি দিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। করোনা ভাইরাসের প্রভাব বাড়তে থাকায় সব রাজ্যে বয়স-ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট বাতিল করার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।আগামী মে পর্যন্ত এই অচলাবস্থা জারি থাকবে বলে জানানো হয়েছে। পরিস্থিতি বুঝে তখন পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে বিসিসিআই সূত্রে খবর।

করোনা ভাইরাসের কারণে ভারতীয় ক্রিকেটের ঘরোয়া মরসুম প্রায় এক বছর পিছিয়ে যায়। সৈয়দ মুস্তাক আলি ট্রফির হাত ধরে ফের স্বাভাবিক হয় পরিস্থিতি। যদিও অতিমারী পরিস্থিতিতে রঞ্জি ট্রফি আয়োজনের ঝক্কি নিতে চায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে বিজয় হাজারে আয়োজন করে সেই খামতি পূরণ করে দিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির। সেই দুই টুর্নামেন্টের সফলতা থেকে সাহস নিয়েই দেশের মাটিতে আইপিএল ২০২১ আয়োজন করার চ্যালেঞ্জ নিতে চলেছে বিসিসিআই।