কলকাতা ব্যুরো: সেপ্টেম্বরে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। ফলে আগেভাগেই সতর্ক হোন। কবে ব্যাঙ্ক বন্ধ থাকছে, তা জেনে নিয়েই নিজের প্রয়োজনীয় কাজ সেরে রাখুন। রিজার্ভ ব্যাঙ্কের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, সেপ্টেম্বরে গণেশ চতুর্থী সহ বেশ কয়েকটি পার্বনের জন্য দেশের বিভিন্ন প্রান্তে ৬ দিন ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকবে। আর সাপ্তাহিক ছুটির জন্য বন্ধ থাকছে ৬ দিন। উৎসবের কারণে যে ৬ দিন যে রাজ্যে ছুটি থাকবে, সেখানকার ব্যাঙ্কেই কাজ বন্ধ থাকবে, অন্য রাজ্যে নয়।সেপ্টেম্বর মাসে প্রথম ব্যাঙ্ক বন্ধ থাকছে ৫ সেপ্টেম্বর। ওইদিন রবিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি। তাছাড়া ১২, ১৯ ও ২৬ সেপ্টেম্বর রবিবার পড়ায় গোটা দেশেই ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকবে। ১১ ও ২৫ সেপ্টেম্বর মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার হওয়ায় গোটা দেশেই ওই দুই দিন ব্যাঙ্কের কাজকর্ম বন্ধ থাকবে।
এছাড়া ৮ সেপ্টেম্বর শ্রীমন্ত শঙ্করদেবের জন্মতিথি হওয়ার কারণে ওইদিন শুধুমাত্র গুয়াহাটিতে ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ। ৯ সেপ্টেম্বর তিজ পার্বন উপলক্ষে সিকিম জুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১০ সেপ্টেম্বর গণেশ চতুর্থী হওয়ার কারণে ওই দিন দেশের অধিকাংশ রাজ্যেই ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ। ত্রিপুরা, মিজোরাম, মধ্যপ্রদেশ, পঞ্জাব, উত্তরাখণ্ড, সিকিম, অসম, মণিপুর, রাজস্থান, জম্মু, পশ্চিমবঙ্গ, কেরলে অবশ্য স্বাভাবিক ব্যাঙ্কিং পরিষেবা চালু থাকবে। ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো উপলক্ষে বাংলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২০ সেপ্টেম্বর গ্যাংটকে এবং ২১ সেপ্টেম্বর কোচি ও তিরুঅনন্তপুরমে ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকবে।রিজার্ভ ব্যাঙ্কের ক্যালেন্ডার অনুযায়ী, দেশের একাধিক রাজ্যে একটানা তিনদিন ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকবে। ১০ সেপ্টেম্বর গণেশ চতুর্থী, ১১ সেপ্টেম্বর দ্বিতীয় শনিবার ও ১২ সেপ্টেম্বর রবিবার হওয়ার কারণে গ্রাহকদের ভোগান্তির মুখে পড়তে হতে পারে। তবে চালু থাকবে অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা। টাকা তুলতে পারবেন এটিএম থেকেও। মাসের শুরুতেই রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছিল সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা। তাই ব্যাঙ্কে যাওয়ার প্ল্যান করার আগে হাতের কাছে রাখুন ব্যাঙ্ক বন্ধ থাকার এই তালিকা, যাতে সমস্যায় পড়তে না হয়।