কলকাতা ব্যুরো- বহু প্রতীক্ষিত বইমেলা মাসখানেক পিছিয়ে গেলেও শেষপর্যন্ত বন্ধ হচ্ছে না। জানুয়ারীর বদলে জুলাই মাসে আয়োজিত হবে ৪৫তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা ২০২১। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের তরফ থেকে এক বিবৃতি দিয়ে জানাল হল।সাধারণত বছরের শুরুতে জানুয়ারী মাসে শেষ বুধবার বইমেলা উদ্বোধন করা হয়। টানা দশ দিন ধরে চলে বইপ্রেমীদের উৎসব। সম্প্রতি কয়েকবছর ১২দিনও চলেছে বইমেলা। সেইমত এবছর ২৭জানুয়ারী থেকে ৭ফেব্রুয়ারী পর্যন্ত হওয়ার কথা ছিল বুক ফেয়ার। কিন্তু অতিমারীর আবহে এই মহাআয়োজন করা সম্ভবপর ছিল না। গিল্ডের তরফ থেকে জানান হয়েছিল, পরিস্থিতি স্বাভাবিক হলে বইমেলা করা হবে। সেই নিয়ে আক্ষেপের শেষ ছিল না কলকাতাবাসীর।
করোনার প্রকোপ নিয়ন্ত্রণে আসতেই নিজেদের প্রতিশ্রুতি পূরণে মাঠে নেমে পড়ল পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। বৃহস্পতিবার একটি বিবৃতি দিয়ে জানান হয়, ‘ বিশ্বব্যাপী অতিমারীর কারণে আমরা ৪৫তম আন্তর্জাতিক বইমেলা পিছিয়ে দিতে বাধ্য হয়েছিলাম। কিন্তু এখন পরিস্থিতি যথেষ্ট স্বাভাবিক হয়েছে। আশা করছি আমরা এই সংকট কাটিয়ে উঠতে পারব। তবে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি দেখেই আমরা বইমেলা দিনক্ষণ জানাতে পারব।’
সল্টলেক করুণাময়ীর সেন্ট্রাল পার্কে আয়োজন করা হবে বইমেলা। ২০২১-এ থিম কান্ট্রি বাংলাদেশ, শেখ মুজিবরের জন্মশতবর্ষে শ্রদ্ধাজ্ঞাপনের উদ্দেশ্যেই বাংলাদেশ নির্বাচন করা হয়েছে। বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সম্মান জানানোর পাশাপাশি শ্রদ্ধাজ্ঞাপন করা হবে নেতাজির প্রতি। সাথে সাথে সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষও পালিত হবে বইমেলায়। এদিন স্টলের জন্য পুস্তক বিক্রেতা, লিটল ম্যাগাজিন কর্তৃপক্ষ ও প্রকাশকদের ১লা মার্চ থেকে আবেদনপত্র জমা দিতে নির্দেশ দিয়েছে গিল্ড। জুলাই মাসের প্রচন্ড গরমে বইমেলার আনন্দ নিয়ে খানিকটা সংশয় থাকলেও বইমেলা যে বাতিল হয়নি সেই আনন্দই ছাপিয়ে উঠছে সমস্ত কিছু।