এক নজরে

#TET Agitation: নবান্নের সামনে TET উত্তীর্ণদের প্রতিবাদ

By admin

June 08, 2022

কলকাতা ব্যুরো: ২০১৪-এর প্রাথমিক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে এবং স্বচ্ছভাবে দ্রুত নিয়োগের দাবিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল টেট উত্তীর্ণদের একাংশ। আর সেই অভিযান ঘিরেই বুধবার ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হল হাওড়ায়।

উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের নবান্ন অভিযান ঘিরে অশান্তি তৈরি হয় নবান্ন সংলগ্ন অঞ্চলে। ২০১৪ সালেও পাস করে চাকরি না পাওয়ার অভিযোগ নিয়ে নবান্নর সামনে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। কীভাবে জুটবে খাবার, এমনই প্রশ্ন পাস করা পরীক্ষার্থীদের। সেই মিছিল আটকানোর চেষ্টা করে পুলিশ। এলাকায় হাওড়া পুলিশের বিশাল বাহিনী জড়ো হয়েছে। এঁদের মধ্যে কারও কারও দাবি, ‘২০১৪ র পরীক্ষায় ফেল করেও চাকরি পেয়েছে অনেকে। তারা চাকরিও করছে।’

বুধবার মাঝপথেই আন্দোলনকারীদের আটকে দেয় পুলিশ। বাধা পেয়ে শুরুতে রাস্তাতেই বসে পড়েন চাকরিপ্রার্থীরা। শুরু হয় স্লোগান! এরপর পুলিশ আন্দোলনকারীদের রাস্তা থেকে তুলে দেওয়ার চেষ্টা করলে বচসা শুরু হয়।

SSC’র পর ২০১৪’র প্রাথমিক টেটেও দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে মামলা। বৃহস্পতিবার দুপুর দুটোয় হবে শুনানি। মামলাকারীদের দাবি, টেটে ফেল করেও চাকরি করছেন ৮৬ জন! আর এই অভিযোগ ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

অন্যদিকে মির্জা গালিব স্ট্রিটে খাদ্য ভবনের সামনে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ শুরু হয় বুধবার। বিক্ষোভকারীদের দাবি, খাদ্য দফতরে সাব ইন্সপেক্টর পদের পরীক্ষার জন্য ২০১৮-য় বিজ্ঞপ্তি জারি হয়। পরীক্ষায় পাস করে প্যানেলভুক্ত হন ৯৫৭ জন। এর মধ্যে ১০০ জনের নিয়োগ হলেও, বাকিদের হয়নি বলে অভিযোগ। এ নিয়ে হাইকোর্টে মামলা করেছেন প্যানেলভুক্ত নন এমন কয়েকজন পরীক্ষার্থী। সেই মামলা এখনও বিচারাধীন।

বিক্ষোভকারীদের দাবি, খাদ্য দফতর অথবা পিএসসি-র প্রতিনিধিরা হাজির না হওয়ায় আদালতে মামলা ঝুলে রয়েছে। ফলে আটকে রয়েছে নিয়োগ। এর প্রতিবাদে এদিন খাদ্য ভবনের সামনে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। পুলিশ তাঁদের আটকে দেয়।