কলকাতা ব্যুরো: নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ভূস্বর্গে আবারও হামলা চালালো জঙ্গিরা। বৃহস্পতিবার বিএসএফ-এর কনভয়কে লক্ষ্য করে গুলি ছোঁড়ে জঙ্গিরা। যদিও এই হামলায় কোনও নিরাপত্তারক্ষী আহত হয়নি বলেই জানা গিয়েছে। সেনার তরফে জানানো হয়েছে, কমপক্ষে ৩ জঙ্গি ওই এলাকায় লুকিয়ে রয়েছে। জঙ্গিদের সঙ্গে বাহিনীর লড়াইও শুরু হয়েছে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার মালিপুরা কানাজিগুডা এলাকাক কাছেই বিএসএফ-এর কনভয় লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে জঙ্গিরা। যদিও পাল্টা জবাব দেয় বাহিনীও। এখন পর্যন্ত এই হামলায় কোনও হতাহতের খবর পাওয়া যায় নি। নিরাপত্তা বাহিনীর সদস্যরা জঙ্গিদের ঘিরে ফেলেছে বলে জানা গিয়েছে।

কাশ্মীরের আইজিপি বিনয় কুমার সংবাদ সংস্থাকে এই হামলার খবরটি সম্পর্কে নিশ্চিত করেছে। তিনি জানিয়েছেন, কুলগামে বিএসএফের কনভয়ে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। যদিও কেউ আহত হওয়ার খবর সামনে আসেনি। নিরাপত্তা বাহিনী বর্তমানে জঙ্গিদের ঘিরে ফেলেছে।

প্রসঙ্গত, দু’দিন আগেই সিআরপিএফ-এর উপরেও হামলা চালানো হয়েছিল। সেই হামলায় এক সিআরপিএফ জওয়ান আহতও হন। দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানে এই হামলার ঘটনা ঘটেছিল। এদিকে চলতি সপ্তাহেই জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে বিজেপি নেতা গোলাম রসুল দার এবং তাঁর স্ত্রীর উপরে হামলা চালায় জঙ্গিরা। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময় দু’জনেরই মৃত্যু হয়। গোলাম রসুল দার ছিলেন কুলগামের বিজেপি কিষাণ মোর্চার অধ্যক্ষ। অন্যদিকে এই হামলার পিছনে লস্কর-ই-তৈবার হাত থাকতে পারে বলে মনে করছে পুলিশ।

Share.
Leave A Reply

Exit mobile version