কলকাতা ব্যুরো : কাশ্মীরে শুক্রবার গভীর রাত থেকে জঙ্গিদের বিরুদ্ধে লাগাতার অভিযানে বড় সাফল্য পেলো বাহিনী। দুটি পৃথক ঘটনায় ছয় জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর। জঙ্গি-বাহিনী লড়াইয়ে এক নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে।
গতকাল সারারাত কাশ্মীর উপত্যকার সোপিয়ানের কিলুরা গ্রামে কেন্দ্রীয় বাহিনী আর জঙ্গিদের মধ্যে গুলির লড়াই চলে। সূত্রের খবর চারজন জঙ্গির মৃত্যু হয়। আত্মসমর্পণ করে একজন জঙ্গী। এনকাউন্টার এখনও চলছে বলে খবর।
অন্যদিকে আবার প্রায় একসমায় থেকে পুলওয়ামার জাডোরা এলাকায় চলছে জঙ্গিদের সঙ্গে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই। সেখানেও এখনও পর্যন্ত তিন জন জঙ্গির মৃত্যু হয়েছে। দুপক্ষের গুলি বিনিময়ে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে বলে শ্রীনগর সেনা সূত্রে খবর। এখানে মৃত এই তিনজন জঙ্গী বিজেপির পঞ্চায়েত সদস্যের অপহরণ ও খুনের সঙ্গে জড়িত ছিল।
এদিকে দক্ষিণ কাশ্মীরের জাদুরা এলাকায় জঙ্গী দমন অভিযান শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। জানা যাচ্ছে সেনা , পুলিশ ও সিআরপি যৌথভাবে অপারেশন শুরু করেছে।