কলকাতা ব্যুরো: ফের উত্তপ্ত হয়ে উঠছে জগদ্দল। শনিবার গভীর রাতে দু’দল দুষ্কৃতী মধ্যে গুলির লড়াইয়ে পরে মৃত্যু হয় এক কিশোরীর। প্রাথমিকভাবে দুই গোষ্ঠীর পুরোনো গোলমালের জেরে এই গোলাগুলি বলে মনে করছে পুলিশ।

উত্তর ২৪ পরগনার জগদ্দল ফাঁড়ির সামনে শনিবার রাত ১২টা নাগাদ বাইকে করে আসে পাঁচ-ছ’জনের দুষ্কৃতীদল। সে সময় অন্যপক্ষের লোকজন ছিল কাছাকাছি। বাইকের দুষ্কৃতী তাদের লক্ষ্য করে গুলি চালায়। কিন্তু গুলি লক্ষ্য ভ্রষ্ট হয়ে গিয়ে লাগে এক কিশোরের গায়ে। গুলিবিদ্ধ কিশোরকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করে।

অবস্থা বেগতিক বুঝে তখন চম্পট দেওয়ার চেষ্টা করে দুষ্কৃতী। কিন্তু জনতা পিছন থেকে ধাওয়া করে এক দুষ্কৃতী ধরে ফেলে। তাকে গণধোলাই শুরু হয়। এরইমধ্যে পুলিশ এসে তাকে উদ্ধার করে।

পুলিশ এসে ওই দুষ্কৃতী অত্যন্ত আশঙ্কাজনক অবস্হায় ভাটপাড়া হাসপাতালে ভর্তি করে।ব্যরাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়েছে, পুরানো ঝগড়ার জেরে এই ঘটনা। দুষ্কৃতী খোজে তল্লাশি চলছে।

Share.
Leave A Reply

Exit mobile version