এক নজরে

জম্মুর টোল প্লাজায় জঙ্গি হানা, নিহত ৪ জঙ্গি

By admin

November 19, 2020

কলকাতা ব্যুরো : আজ সকালে ফের জঙ্গি হানায় উত্তপ্ত হয়ে উঠল জম্মু এবং কাশ্মীর এর একাংশ। খবর পাওয়া যায় গুলির আওয়াজে হতচকিত হয়ে পড়ে সুরক্ষা কর্মীরা। তবে নিরাপত্তাবাহিনীর গুলিতে ৪ জঙ্গির মৃত্যু হয়েছে।

ভোর পাঁচটা নাগাদ নাগ্রটার বান অঞ্চলে জাতীয় সড়কের টোলপ্লাজা নিশানা করে বেশ কয়েকজন জঙ্গী গুলি চালাতে থাকে বলে পুলিশ মারফত খবর। একটি গাড়ির মধ্যে লুকিয়ে তারা গুলি চালাচ্ছিল। তবে নিরাপত্তা কর্মীরাও তৎপর ছিলেন। তাই প্লাজার নিরাপত্তা বাহিনীর কর্মীরা প্রথম থেকেই জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে তারা আসেন। খুব অল্পসময়ের মধ্যেই নিরাপত্তা বাহিনীর গুলিতে চারজনের মৃত্যু হয়।

আপাতত এই জাতীয় সড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। গোটা বিষয়টি নিয়ে তদন্ত চলছে। সুরক্ষা কর্মীদের অনুমান খুব বড় সরও নাশকতার ছক নিয়ে এই জঙ্গি হামলা হয়েছিল ।