কলকাতা ব্যুরো: আল-কায়দাসহ অন্যান্য জঙ্গী সংগঠনের সঙ্গেই আইসিস বা ইসলামিক স্টেট এর আনাগোনা রয়েছে এ রাজ্যেও। রাজ্যসভায় এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতি মন্ত্রী গী কৃষ্ণা রেড্ডি। এক বিজেপি সাংসদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, কেরালা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, তামিলনাড়ু, রাজস্থানের সঙ্গেই ওয়েস্ট বেঙ্গলেও ইসলামিক স্টেট জঙ্গীদের গতিবিধি নজর করতে পেরেছে এন আই এ।
তবে এদেশে ইসলামিক স্টেট সবচেয়ে মাথা ব্যথার কারণ কেরালা, তেলেঙ্গানা, অন্ধপ্রদেশ, কর্নাটক এবং তামিলনাড়ুতে। স্বরাষ্ট্র মন্ত্রকের হিসেব অনুযায়ী, এই কটি রাজ্যে ১৭ টি মামলা আই এস আই এস এর বিরুদ্ধে দায়ের করেছে জাতীয় তদন্তকারী সংস্থা। ১২২ জনকে গ্রেপ্তার করেছে। কিন্তু এই রাজ্যগুলো ছাড়াও মধ্যপ্রদেশ, জম্মু-কাশ্মীর, তামিলনাড়ু, বিহার, উত্তর প্রদেশেও এই সংগঠনের গতিবিধি রয়েছে বলে রাজ্যসভায় জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। মোট ১২ টি রাজ্যের জাতীয় তদন্তকারী সংস্থার তদন্ত এর একটা বড় সময় যাচ্ছে ইসলামিক স্টেটকে নজর বন্দী রাখতে।

Share.
Leave A Reply

Exit mobile version