কলকাতা ব্যুরো: আফগানিস্তানের রাজধানী কাবুলে এখনও রয়েছেন প্রায় ২০০ জন ভারতীয়। সর্বভারতীয় একটি সংবাদমাধ্যম সূত্রে খবর, আধাসামরিক বাহিনীর জওয়ান ও বিদেশ মন্ত্রকের কর্মী সহ প্রায় ২০০ জন ভারতীয় এখনও কাবুলে রয়েছেন। একটি ভারতীয় বিমান কাবুল বিমানবন্দরে রয়েছে। তবে ভারতীয়দের এয়ারপোর্ট পর্যন্ত আনাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কারণ, কাবুল দখলের পরে শহরে কার্ফু জারি করেছে তালিবান। রিপোর্ট মোতাবেক জানা গিয়েছে, কাবুলে আটকে পড়া ভারতীয়দের মধ্যে রয়েছে ইন্দো-তিব্বত বর্ডার পুলিশের প্রায় ১০০ জন সদস্য। এই কর্মীরা দূতাবাস রক্ষার দায়িত্বে ছিলেন।
কাবুল বিমানবন্দরে সোমবার সকাল থেকেই পরিস্থিতি বিগড়োতে শুরু করে। তালিবানরা কাবুল দখল করতেই শহর ছাড়তে মরিয়া হয়ে উঠেছে লোকজন। সকলেই চাইছে কাবুল ছেড়ে পালাতে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শূন্যে গুলি ছোঁড়ে মার্কিন সেনারা। গুলি চালানোর জেরে কাবুল বিমানবন্দরে মৃত্যু হয় পাঁচ জনের।এছাড়া, কাবুল ছাড়তে মরিয়া হয়ে প্লেনের চাকায় নিজেদেরকে বেঁধে নেন দু’জন। তবে প্লেন উড়তেই তাঁরা দু’জন নীচে পড়ে যায়। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, কাবুল থেকে উড়ান নেয় বিমানটি। কিছু দূর যেতেই চাকায় বাঁধা দু’জন নীচে পড়ে যায়। মৃত্যু হয় তাঁদের।
রবিবার আফগানিস্তান থেকে ১২৯ জনকে উড়িয়ে নিয়ে দেশে ফেরে এয়ার ইন্ডিয়ার বিমান AI-244। রবিবার সন্ধ্যে ছ’টা ছ’মিনিট নাগাদ কাবুল থেকে ওই বিমান আকাশে ওড়ে। রাত আটটার একটু আগে বিমানটি দিল্লি এয়ারপোর্টে নামে। রবিবার তালিবানিরা আফগানিস্তানের রাজধানী কাবুলে ঢুকে পড়তেই বিভিন্ন দেশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কাবুলে যে যে দেশগুলির দূতাবাস রয়েছে, সেই দেশগুলি কূটনীতিকদের সরিয়ে নিতে তৎপর হয়ে ওঠে।
যদিও তালিবানদের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, দূতাবাসের কর্মীদের কোনও ক্ষতি করা হবে না।