কলকাতা ব্যুরো: ৩৮ বছর আগের ২৫ জুন, সেদিন ছিল না আজকালের মত চমক ক্রিকেট বিশ্বে, ছিলনা স্পনসর, ছিলনা দূরদর্শন সম্প্রচার, তবে বেতার সম্প্রচার সারা ভারতবর্ষকে এক যুদ্ধজয়ের আনন্দ দিয়েছিলো ” ১৯৮৩ প্রথম ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয়”। আজও এই স্মৃতি রোমন্থন সচীন তেন্ডুলকর, ভি ভি এস লক্ষ্মন , আজাহার, অশ্বিনের টুইটার দেওয়ালে।
ফিরে দেখা যাক সেদিন কি হয়েছিল, ক্রিকেটের মক্কা লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি কপিল দেবের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল – প্রথম ব্যাট করতে নেমে ভারত মার্শাল – হোল্ডিং – গোমস্ -এর মত বোলারদের সামাল দিয়ে কৃষ্ণমাচারি শ্রীকান্তের সর্বোচ্চ ৩৮ রানের উপর ভর করে ১৮৩ রান তুলে। ভারতীয় ক্রিকেটাররা যে অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে, তার প্রমাণ সেদিনও দিয়েছিল, ওয়েস্ট ইন্ডিজ নিশ্চিত ভাবেই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে, কিন্তু ভিভ রিচার্ডসের সর্বোচ্চ ২৮ বলে ৩৩ রান ছাড়া অন্য কেউই ভারতীয় বোলারদের সামনে টিকে থাকতে পারেনি।মহিন্দর অমরনাথ ও মদনলালের অসাধারণ তিনটি করে উইকেট ভারতকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেয়। তবে সেদিনের ম্যাচের রং বদলে দেয় ভিভ রিচার্ডস -এর কপিল দেবের নেওয়া দুর্ধর্ষ ক্যাচ। বোলারদের দুর্ধর্ষ বোলিংয়ের সামনে ওয়েস্ট ইন্ডিজকে ১৪৯ রানে থামতে হয়, ৪৩ রানে ভারত জয়ী হয় এবং ক্রিকেট বিশ্বে প্রথম জয় এনে দেয় ৮৩ বিশ্বকাপ।
সেই ৩৮ বছরের পুরনো স্মৃতি যেন আজও নস্টালজিক করে তোলে ভারতীয়দের। ৮৩-র সেকেলে ক্রিকেটের জয়ের আনন্দ আধুনিক ক্রিকেটের ২০১১ বিশ্বকাপের জয়কে কিছুটা হলেও ম্লান করে দেয়।