এক নজরে

Weather Updates Bengal: আরও বাড়বে গরম, মেঘলা আকাশে বৃষ্টির ভ্রুকুটি

By admin

January 10, 2022

কলকাতা ব্যুরো: সপ্তাহের প্রথম দিন থেকেই আবহাওয়া বদলের পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস। সোমবার রৌদ্রোজ্জ্বল দিন নয় বরং আকাশ থাকবে আংশিক মেঘলা। শীতের আমেজ তো শেষ হতেই চলেছে, তারই সঙ্গে চলতি সপ্তাহে প্রয়োজন হতে পারে ছাতাও। ইতিমধ্যে বঙ্গজুড়ে রাতের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। দিনে রোদের মিঠে ভাব সরে গিয়ে অল্প হলেও বাড়তে শুরু করেছে তাপমাত্রার অস্বস্তি। হালকা সোয়েটার নয়, বরং মোটা জামাতেই কাজ চলে যাচ্ছে এখন।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, তাপমাত্রার পারদ চড়বে আগামী ১৫ জানুয়ারি অবধি। তারপ‍র রৌদ্রোজ্জ্বল দিন ফিরলেও শীতের হিমেল হাওয়ার আমেজ আর সেভাবে ফিরবে না। সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ে। জানা গিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা যত পশ্চিম থেকে পূর্বে এগোবে ততই বৃষ্টি বাড়বে। ফলে প্রথমে পশ্চিমের জেলাগুলি এবং পরবর্তী সময়ে দক্ষিণ এবং উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি। সোমবার ভোরের দিকে কুয়াশা থাকলেও আকাশ প্রধানত মেঘলা থাকবে। আজ কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা সর্বোচ্চ ২৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৭ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে।