এক নজরে

Weather Updates: নিম্নচাপের জেরে জগদ্ধাত্রী পুজোয় বৃষ্টির পূর্বাভাস

By admin

November 11, 2021

কলকাতা ব্যুরো: রাজ্যে শীত এলেও তাতে সাময়িক ছেদ পড়বে বৃহস্পতিবার থেকে। বৃহস্পতিবার থেকে আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। উত্তরবঙ্গে শুষ্ক, ঠান্ডা আমেজ বজায় থাকবে কিন্তু দক্ষিণবঙ্গে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের প্রধানত আকাশ মেঘলা থাকবে।

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এখন চেন্নাইয়ের কাছে রয়েছে। বৃহস্পতিবার নিম্নচাপটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ উপকূলের উপর দিয়ে বয়ে যাবে। আর এর প্রভাবেই রাজ্যের দক্ষিণে তাপমাত্রার পরিবর্তন হবে।

এছাড়া জগদ্ধাত্রী পুজোর আগে আকাশ পরিষ্কার থাকবে। বৃহস্পতিবার তাপমাত্রা বাড়ার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩১ ডিগ্রি সেলসিয়াস ও ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ৷ বুধবারও সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা এর কাছাকাছি ছিল।

নিম্নচাপের জেরে বৃহস্পতিবার থেকে ঠান্ডা উধাও হয়ে হালকা গরম বোধ হবে। শনিবার জগদ্ধাত্রী পুজোয় কলকাতা শহর এবং সংলগ্ন এলাকাগুলিতে বৃষ্টি হতে পারে। তাই বাইরে বেরোলে ছাতা রাখার প্রয়োজনীয়তা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।