এক নজরে

Winter In West Bengal: অক্টোবরের শেষেই রাজ্যে শীত

By admin

October 21, 2021

কলকাতা ব্যুরো: দুর্যোগের মেঘ কাটিয়ে উঠেছে কলকাতা। এবার শীতের আগমন ঘটতে পারে বলে জানালো আলিপুর আবহাওয়া দফতর। তবে কলকাতা আপাতত রক্ষা পেলেও, এখনই দুর্যোগ থেকে রেহাই পাচ্ছে না উত্তরবঙ্গ। আগামী ২৪ ঘণ্টায় সেখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিহারে থাকা নিম্নচাপটি দুর্বল হয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। আর তার প্রভাবেই পাহাড়ে দুর্যোগ নেমে আসতে পারে বলে জানানো হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে, এই পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে দু’-এক জায়গায় অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতও হতে পারে। এছাড়া, পাহাড় লাগোয়া তিন জেলা, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার থেকে উত্তরবঙ্গের আবহাওয়ার সামান্য উন্নতি হবে। ভারী বৃষ্টি না হয়ে, হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। তবে একটানা বৃষ্টির ফলে উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বৃদ্ধির আশঙ্কা রয়েছে। তাই একাধিক জায়গায় ধস নামতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

তবে পাহাড়ে দুর্যোগের আশঙ্কা দেখা দিলেও, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হবে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বৃষ্টি যদিও বা হয়, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কম। উপকূলবর্তী হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং কলকাতায় হালকা বৃষ্টি হলেও হতে পারে।

অন্যদিকে বৃষ্টি ধরে গেলেই তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বলা হয়েছে, উত্তর-পূর্ব দিক থেকে শীতল বাতাস প্রবেশ করতে পারে আমাদের রাজ্যে। এর ফলে ২২ অক্টোবর থেকে রাতের দিকে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে। হালকা শীত অনুভূত হতে পারে।