এক নজরে

#WeatherUpdates: রঙের উৎসবেও চোখ রাঙাচ্ছে সূয্যিমামা

By admin

March 18, 2022

কলকাতা ব্যুরো: বঙ্গবাসীর জীবন আজ সাত রঙে রঙিন। রঙবেরঙের আবির আর বাঁদুরে রঙ নিয়ে দোল উৎসবে মেতে ওঠার দিন আজ। তবে এই মার্চ মাসেই ঊর্ধ্বমুখী তাপমাত্রা যেভাবে চোখ রাঙাচ্ছে তাতে প্রাণ ওষ্ঠাগত রাজ্যবাসীর ৷ উৎসবের দিনে অনেকেই নানারকম পরিকল্পনা করে রেখেছেন ৷ বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি থাকলেও ঝড়, বৃষ্টি তাতে বাধা ফেলবে না ঠিকই ৷ কিন্তু তাপমাত্রা পৌঁছবে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে ৷ ফলে বেশ গরমের মধ্যেই দোল উৎসবে মাতবেন বাংলার মানুষ ৷

প্রায় দু’বছরে পর বাইরে বেরিয়ে হোলি উৎসবে মাতবে গোটা দেশের মানুষ। করোনার কারণে আটকে রাখা যে আবেগ বাঁধ মানবে না তা বলাই বাহুল্য । আবহাওয়া দফতর বলছে শুক্রবার রোদ ঝলমল দিন থাকবে গোটা রাজ্যে ৷ শহর কলকাতার তাপমাত্রা সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে। সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে।

শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস ছিল, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেড়ে ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস ছিল। তাপমাত্রার ক্রমবর্ধমান বৃদ্ধির মধ্যে বৃষ্টি অস্বস্তি দূর করতে পারত কিন্তু নিম্নচাপ দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে তৈরি হলেও তার প্রভাব বঙ্গে পড়ার সম্ভাবনা কম কারণ নিম্নচাপটির যাত্রাপথ ক্রমেই বাংলাদেশ এবং উত্তর মায়ানমার উপকূলের দিকে সরে যাচ্ছে। সেই কারণে শুষ্ক এবং গরমের অস্বস্তি বাড়বে বাংলায়।