কলকাতা ব্যুরো: নভেম্বরের শুরু থেকেই কলকাতা-সহ রাজ্যের নানা প্রান্তে মিলতে শুরু করেছে শীতের আমেজ ৷ দক্ষিণবঙ্গে শনিবার থেকে আরও বাড়ল শীতের অনুভূতি। তাপমাত্রা আরও এক ডিগ্রি কমেছে। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। এক লাফে প্রায় ৩ ডিগ্রি কমেছে শহরের তাপমাত্রা। শহর থেকে গ্রামাঞ্চল, সর্বত্র এদিন সকালে ছিল কুয়াশার দাপট।

আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতে ও সকালে শীতের অনুভূতি বেশি হবে। তবে বেলা বাড়ার সঙ্গে কমবে শীতের আমেজ। যদিও এক্ষুনি জাঁকিয়ে শীত পড়ছে না, তার জন্য কয়েকদিন অপেক্ষা করতে হবে। অবশ্য এই মুহূর্তে শীতের অনুকূল পরিস্থিতি রয়েছে রাজ্যে। বিনা বাধায় উত্তরের দিক থেকে ঠান্ডা হাওয়া প্রবেশ করছে রাজ্যে। তবে মঙ্গলবার থেকে ফের ভাটা পড়তে পারে শীতের আমেজে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহে মঙ্গলবার নাগাদ বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের ফলেই উত্তরের ঠান্ডা হাওয়া থমকে যেতে পারে। ফলে তাপমাত্রার সামান্য বৃদ্ধি হতে পারে। উত্তরবঙ্গে আগামী কয়েকদিন আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আকাশ আংশিক মেঘলা থাকবে। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কিছুটা পতনের সম্ভাবনা রয়েছে।

কলকাতার আকাশ এদিন আংশিক মেঘলা থাকবে। আগামী ২৪ ঘন্টায় থাকবে শুষ্ক আবহাওয়া। সকালে শীতের অনুভূতি বেশি থাকবে। এদিন কলকাতার তাপমাত্রা আরও কমে ১৯ ডিগ্রি সেলসিয়াসে এসে পৌঁছেছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

Share.
Leave A Reply

Exit mobile version