কলকাতা ব্যুরো: বুধবার থেকে টানা বৃষ্টিতে তেলেঙ্গানা ও মহারাষ্ট্র মৃত্যু হয়েছে ৭৭ জনের। প্রবল বর্ষণে কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে এই দুই রাজ্যে। মহারাষ্ট্রে আরো দুদিন প্রবল বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
বুধবার থেকে শুরু হওয়া নিম্নচাপের বৃষ্টিতে একেবারে ধরাশায়ী করে দিয়েছে দক্ষিণের রাজ্য তেলেঙ্গানাকে। ওই রাজ্যে বৃষ্টি জনিত কারণে এখনো পর্যন্ত ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে । মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও বলেছেন পাঁচ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। তিনি প্রধানমন্ত্রীর কাছে ১৩৫০ কোটি টাকা চেয়েছেন ত্রাণ ও পুনর্বাসন এর জন্য।
এবার বৃষ্টিতে সবচেয়ে ক্ষতি হয় হায়দ্রাবাদ শহরের। তিনদিন ধরে সেখানে বহু এলাকা জলমগ্ন হয়ে রয়েছে। বিদ্যুৎবিহীন হয়ে রয়েছে অনেক অংশ। যান চলাচল একরকম বন্ধ। সব স্কুল-কলেজ আগামী দুদিন ছুটি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মৃতদের জন্য পাঁচ লাখ টাকা করে এককালীন ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছে সরকার।
মহারাষ্ট্রে কমপক্ষে ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সবচেয়ে ক্ষতি হয়েছে সোলাপুর, সংলী, পুনে জেলায়। কুড়ি হাজার মানুষকে জলবন্দি এলাকা থেকে অন্যত্র সরানো হয়েছে। বাণিজ্য নগরী মুম্বাই প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে। মূলত পুনে, সোলাপুর, সাতারা, কোলাপুর গত দু’দিনের সবচেয়ে ক্ষতির মুখে পড়েছে। ১৪ জন মারা গেছেন সংলি জেলাতে। মহারাষ্ট্রের কয়েকটি জেলায় ১০০ মিলি মিটারের বেশি বৃষ্টি হয়েছে গত ২৪ ঘন্টার মধ্যে। বৃহস্পতিবার এর পর শুক্র এবং শনিবার মুম্বাই প্রবল বর্ষণের মুখে পড়বে বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।
এই বৃষ্টিতে তেলেঙ্গানা এবং অন্ধপ্রদেশের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। ধান এবং অন্যান্য শস্য, চট, সোয়াবিন, ডাল চাষে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে মহারাষ্ট্র এবং কর্ণাটক। আগামী দুদিন প্রবল বৃষ্টি মহারাষ্ট্র কঙ্কন উপকূল, দক্ষিণ গুজরাট এলাকা ভাসাবে বলে মনে করছে আবহাওয়া অফিস মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে সেনা এবং বায়ু সেনাকে সতর্ক থাকতে অনুরোধ করেছেন।