কলকাতা ব্যুরো: বন্ধ হয়ে গেলো তিস্তা-তোর্সা এক্সপ্রেস। আগামী তিন মাস বন্ধ থাকবে তিস্তা-তোর্সা এক্সপ্রেস স্পেশালের পরিষেবা। শিয়ালদা থেকে নিউ আলিপুরদুয়ারের মধ্যে অন্যতম ব্যস্ত ট্রেন এটি। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, উত্তর-পূর্ব সীমান্ত রেলের তরফে পূর্ব রেলকে জানান হয়েছে যে, আগামী ১ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত তিস্তা-তোর্সা এক্সপ্রেস স্পেশাল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার এই ট্রেন দু’টি পরিষেবা চালু করা হবে।

শিয়ালদা থেকে নিউ আলিপুরদুয়ারের মধ্যে যাতায়াতকারী এই তিস্তা-তোর্সায় যাত্রী সংখ্যা অনেক। তাই এই ট্রেনের পরিষেবা বন্ধ রাখা হলে যাত্রীদের বেশ সমস্যার সম্মুখীন হতে হবে৷ প্রতি বছরই এই সময় ঘন কুয়াশার জন্যই ট্রেন চালাতে সমস্যা হয়৷ তবে উত্তর-পূর্বের এই অঞ্চলগুলিতে এই সময় ব্যাপক কুয়াশার সৃষ্টি হয়। তাই যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে ট্রেনের গতি কমিয়ে খুব আস্তে চালানো হয়৷ ফলে গন্তব্যে পৌঁছতে অনেকটা দেরি হয়ে যায়। চালকদের পক্ষেও এহেন ঘন কুয়াশা কাটিয়ে সুরক্ষিতভাবে ট্রেনকে এগিয়ে নিয়ে যাওয়াও সমস্যার হয়ে পড়ে। ফলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থেকেই যায়। তাই কোনও রকম ঝুঁকি নিতে নারাজ রেল কর্তৃপক্ষ।

রেলের তরফে যে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে, তাতে ট্রেন বাতিলের কারণ হিসাবে ঘন কুয়াশার জের উল্লেখ করা হয়েছে। পাশাপাশি এই রুটের আরও বেশ কয়েকটি ট্রেনের চলাচলের দিন কমিয়ে দেওয়া হয়েছে। কামাখ্যা-দিল্লি মেল স্পেশাল ট্রেনটিও বাতিল করা হয়েছে।

প্রসঙ্গত, তিস্তা-তোর্সা এক্সপ্রেস খুব ভোরে নিউ আলিপুরদুয়ার স্টেশনে পৌঁছয়। পাশাপাশি দিল্লি-কামাখ্যা মেলও ভোরের দিকেই ডুয়ার্স প্রবেশ করে।