এক নজরে

Train Accident: ইঞ্জিনের ত্রুটিতেই বেলাইন বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস

By admin

January 14, 2022

কলকাতা ব্যুরো: ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির জন্য কি বেলাইন হয়ে যায় বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস? প্রাথমিক তদন্তে অন্তত এমনটাই অনুমান করা হচ্ছে বলে জানালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ। শুক্রবার সাতসকালেই ময়নাগুড়ির দোমহনী পৌঁছে যান তিনি। রেলের আধিকারিক ও উদ্ধারকারী দলের সদস্যদের সঙ্গে নিয়ে ঘুরে দেখেন দুর্ঘটনাস্থল৷ বেশ কয়েকবার কথা বলেন সাংবাদিকদের সঙ্গেও। এদিকে, শেষ পাওয়া খবর অনুযায়ী এই দুর্ঘটনায় কমপক্ষে ন’জনের মৃত্যু হয়েছে। শেষ হয়েছে উদ্ধারকাজও। তাই দুর্ঘটনাগ্রস্ত ট্রেনে আর কারও আটকে থাকার সম্ভাবনা নেই বলেই মত ওয়াকিবহাল মহলের। হাসপাতালে যাঁদের চিকিৎসা চলছে, তাঁদেরও অধিকাংশেরই অবস্থা স্থিতিশীল।

এদিন সাংবাদিকদের প্রশ্ন উত্তরে রেলমন্ত্রী জানান, দুর্ঘটনার পিছনে যান্ত্রিক ত্রুটি অন্যতম কারণ হতে পারে। প্রাথমিকভাবে বিশেষজ্ঞরা জানতে পেরেছেন, ইঞ্জিনের কিছু একটা সমস্যা তৈরি হয়েছিল। তবে সেটা ঠিক কী এবং কী কারণে এমন ঘটনা ঘটল, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তার জন্য আরও বিস্তারিত তদন্ত দরকার। রেলমন্ত্রী জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের ইঞ্জিনের বিভিন্ন অংশ খুলে তা পরীক্ষা করবেন বিশেষজ্ঞরা। তারপরই এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব হবে।

রেলমন্ত্রীর আশা, দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট আগামী কয়েক দিনের মধ্যেই পেশ করবেন তদন্তকারীরা। একইসঙ্গে, দুর্ঘটনাগ্রস্ত বিকানের-গৌহাটি এক্সপ্রেসে রেলের সমস্ত সুরক্ষাবিধি ঠিক মতো মানা হয়েছিল কিনা, তাও খতিয়ে দেখা হবে। এদিন দুর্ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি আহতদের দেখতে স্থানীয় হাসপাতালেও যান রেলমন্ত্রী। সেখানে চিকিৎসাধীন ব্যক্তিদের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি। আহতদের আবেদন, নিবেদন শোনেন। দেন পাশে থাকার আশ্বাসও।

এছাড়া, দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চোট অনুযায়ী আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। সেই ক্ষতিপূরণ দেওয়ার প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলেও জানিয়েছেন রেলমন্ত্রী। তবে তিনি সবথেকে বেশি জোর দিয়েছেন দুর্ঘটনার তদন্ত রিপোর্ট খতিয়ে দেখে যথাযথ পদক্ষেপ করার উপর। যাতে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।