কলকাতা ব্যুরো : শিক্ষক দিবসের দিন জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবীতে কলেজে স্ট্রিট থেকে শিয়ালদার সুরেন্দ্রনাথ কলেজ পর্যন্ত মিছিল করলো শিক্ষক সংঘটন এ বি টি এ। মিছিলের নেতৃত্বে ছিলেন নিখিল বঙ্গ শিক্ষক সমিতির সভাপতি কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, প্রীয় নিয়োগী, মৃন্ময় রায় প্রমুখ নেতৃবৃন্দ।

কৃষ্ণপ্রশন্ন বাবু বলেন ২০২০ জাতীয় শিক্ষানীতি শিক্ষাকে বিক্রয়যোগ্য পণ্যে রূপান্তরিত করেছে। শুধুমাত্র আর্থিকভাবে সক্ষম এক বিশেষ শ্রেণীর জন্য শিক্ষার ব্যাবস্থা তৈরি করেছে কেন্দ্রীয় সরকার। শিক্ষার ভয়ঙ্কর কেন্দ্রিকরণ ও সাম্প্রদায়িকরন হয়েছে। এ বি টি এ এই শিক্ষানীতি বাতিল করার দাবী জানাচ্ছে। এছাড়াও ছাত্র স্বার্থে ২০২১ সালের ফেব্রুযারি মাস পর্যন্ত সেশন বিস্তার করার দাবিও করা হয়। ১.১.১৬ পরবর্তী অবসরপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষার্থীদের বকেয়া পেনশন ও বর্ধিত পেনশন দেবারও দাবি ওঠে মিছিল থেকে।

Share.
Leave A Reply

Exit mobile version