কলকাতা ব্যুরো: ভাড়াবৃদ্ধির দাবিতে ৭ সেপ্টেম্বর ট্যাক্সি ধর্মঘটের ডাক দিয়েছিল এআইটিইউসি অনুমোদিত ট্যাক্সি সংগঠন। কিন্তু ওইদিন সরকারের তরফে লকডাউন ঘোষণা হওয়ায় ধর্মঘটের তারিখ বদল হলো। বুধবার সংগঠনের তরফে জানিয়ে দেওয়া হয়, আগামী ৭ সেপ্টেম্বরের বদলে ২১ সেপ্টেম্বর ২৪ ঘন্টা ট্যাক্সি ধর্মঘট হবে। আর এই ধর্মঘটের স্বপক্ষে শহরজুড়ে ২৫ হাজার লিফলেট বিলি করবেন তারা।

পাশাপাশি ওইদিন পরিবহন ভবনে ধর্না কর্মসূচিও নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে। তাদের দাবি, ডিজেলের দাম দিন দিন বাড়ছে। অথচ ভাড়া বৃদ্ধির ব্যাপারে সরকার কোনও ভাবনাচিন্তা করছে না। তাই বাধ্য হয়েই তারা ধর্মঘটের ডাক দিয়েছিল ৭ সেপ্টেম্বর। কিন্তু ওইদিন লকডাউনের কারণে ২১ তারিখ পরিবর্তিত দিন ঠিক হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version